সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ঘরের মাঠে টানা দুই ম্যাচ জয় KKR-এর
এবারের IPL-এর শুরুটা ছিল তাদের পক্ষ থেকে চোখ ধাঁধানো। মাঝে একটি ম্যাচে ছন্দ পতন। কিন্তু, এবার ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতে ফের দুরন্ত ছন্দে কলকাতা নাইট রাইডার্স।
ওয়েব ডেস্ক : এবারের IPL-এর শুরুটা ছিল তাদের পক্ষ থেকে চোখ ধাঁধানো। মাঝে একটি ম্যাচে ছন্দ পতন। কিন্তু, এবার ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতে ফের দুরন্ত ছন্দে কলকাতা নাইট রাইডার্স।
আজ সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে দেয় KKR। ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রানেই নিজেদের ইনিংস শেষ করে হায়দরাবাদ। আজকের ম্যাচে জয়ের নায়ক রবিন উথাপ্পা ও মণীশ পাণ্ডে।
আরও পড়ুন- ইডেনে আজ লড়াই কলকাতার ব্যাটিং বনাম হায়দরাবাদের বোলিংয়ের
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে KKR করে ১৭২ রান। দলে হয়ে সর্বচ্চ ৬৮ রান করেন রবিন উথাপ্পা। মণীশ পাণ্ডে করেন ৪৬ রান।
১৭৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুটা ভালও করে। কিন্তু তারপর একের পর এক উইকেটের পতন। বড় রান পাওয়ার আগেই ফিরে যান শিখর ধাবান (২৩), ডেভিড ওয়ার্নার (২৬) ও মোজেস হেনরিকেস (১৩)। যুবরাজ সিং করেন ২৬ রান। ফলে, ১৫৫ রানেই থেমে যায় তাদের ইনিংস।