অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে রাশিয়া যাচ্ছে ব্রাজিল
রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোমারিওর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল করে ইঙ্গিত দিয়েছিলেন। চোট থেকে ফিরে অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে শুরু করে গোল পেলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের জন্য প্রস্তুত, জানিয়ে দিলেন ব্রাজিলের ওয়ান্ডার কিড। ভিয়েনায় বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারাল তিতের ব্রাজিল।
আরও পড়ুন- বিশ্বকাপের পাড়া, আপনার ওয়েবসাইটে
৩৬ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে প্রথমে এগিয়ে যায় ব্রাজিল। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দুর্দান্ত এই গোলে নেইমার জানান দিলেন বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুত। সেই সঙ্গে এই গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোমারিওর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। দেশের হয়ে দু'জনেরই গোল সংখ্যা ৫৫।
55 - Neymar is now the joint-third top goalscorer for Brazil, level with Romário on 55 goals. Only Pelé (77) and Ronaldo (62) have scored more. Superstar. pic.twitter.com/wwSgPe68UZ
— OptaJoe (@OptaJoe) June 10, 2018
পরিবর্ত হিসেবে মাঠে নামার ২ মিনিটের মধ্যেই ফিলিপে কুটিনহোর গোলে স্কোরলাইন ৩-০। ম্যাচের ৮৪ মিনিটে নেইমারকে তুলে নেন তিতে। সাড়ে তিন মাস পর কোনও ম্যাচের প্রথম থেকে খেললেন নেইমার। ১৭ জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রাশিয়ায় বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।