Australian Open 2020: শেষ চারে ফেডেরার-জোকোভিচ দ্বৈরথ
চতুর্থ সেটে সাতটা ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ম্যাচ নির্ণায়ক সেটে টেনে নিয়ে যান ফেডেক্স।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য কামব্যাক রজার ফেডেরার। পাঁচ সেটের ম্যারাথন লড়াই জিতে সেমি ফাইনালে জায়গা করে নেন ফেডেক্স। অন্যদিকে অনায়াসে ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নেওয়া জোকোভিচের মুখোমুখি ফেডেরার।
The great escape @rogerfederer conjures up a miracle to save atch points and stun Sandgren.
Next up? @DjokerNole
Match report https://t.co/d2a75yeg3n#AO2020 | #AusOpen pic.twitter.com/v6h6p0JtMg
— #AusOpen (@AustralianOpen) January 28, 2020
অস্ট্রেলিয়ান ওপেনে অবিশ্বাস্য কামব্যাক রজার ফেডেরারের। সাতটা ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে উঠলেন কুড়িটা গ্র্যান্ডস্লামের মালিক। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে আমেরিকার স্যান্ডগ্রেনকে হারান সুইস তারকা। কোয়ার্টার ফাইনালে প্রথম সেট জিতলেও দ্বিতীয় আর তৃতীয় সেট হেরে চাপে পরে গেছিলেন ফেডেরার। চতুর্থ সেটে সাতটা ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ম্যাচ নির্ণায়ক সেটে টেনে নিয়ে যান ফেডেক্স। শেষ সেট ৬-৩ গেমে জিতে বাজিমাত করেন রজার ফেডেরার। খেলার ফল ফেডেক্সের পক্ষে ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬(৮), ৬-৩।
Serbian sensation @DjokerNole def. Milos Raonic 6-4 6-3 7-6(1) to advance to his eighth #AusOpen semifinal, where he will meet Roger Federer for the 50th time. #AO2020 pic.twitter.com/ElT6H9jDAE
— #AusOpen (@AustralianOpen) January 28, 2020
সেমি ফাইনালে সুইস তারকার সামনে সাতবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোভাক জোকোভিচ। অনায়াসে শেষ আটের বাধা টপকান সার্বিয়ান তারকা। মিলোস রাওনিককে স্ট্রেট সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন গতবারের চ্যাম্পিয়ন।
আরও পড়ুন - ক্যাপ্টেন কোহলির ফিটনেসের রহস্য, দেখুন ভিডিয়ো