সিডনিতে সবুজ পিচের ফরমান ক্লার্কদের, মাথা ঘামাতে নারাজ ভারত
বিশ্বকাপে ভারতের দুরন্ত ফর্মকেই ভয় পাচ্ছে গোটা অস্ট্রেলিয়া দল।
ওয়েব ডেস্ক:বিশ্বকাপে ভারতের দুরন্ত ফর্মকেই ভয় পাচ্ছে গোটা অস্ট্রেলিয়া দল।
আর সেকারনেই সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে সবুজ পিচ চাইছেন অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সাধারনত এই সময় সিডনির পিচ স্পিন সহায়ক হয়ে থাকে। সেটাই চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে অসিদের কাছে। তার উপর ভারতের ব্যাটিং ও বোলিং লাইন আপ দুরন্ত ছন্দে আছে। তাই ভারতকে বিপাকে ফেলতে সবুজ পিচ চাইছেন ম্যাক্সওয়েল। অসি অধিনায়ক মাইকেল ক্লার্কও সমীহ করছেন ভারতের বোলিং লাইন আপকে। তার মতে টেস্ট ও একদিনের সিরিজে ভারতীয় দলকে তারা নাস্তানাবুদ করেছিলেন। কিন্ত বিশ্বকাপে ধোনিব্রিগেড নিজেদেরকে সম্পূর্ন পাল্টে ফেলেছে। বিশেষ করে ভারতীয় বোলিং ব্রিগেড দারুন উন্নতি করেছে। অসি অধিনায়ক বলেন অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ধরে থাকার ফলে এখানকার পরিবেশের সঙ্গে দারুনভাবে মানিয়ে নিয়েছেন ধোনিরা। ফলে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে।