AUS vs NZ, Aaron Finch: ফিঞ্চের ফেয়ারওয়েল ম্যাচে স্মিথের সেঞ্চুরি! কিউয়িদের হোয়াইটওয়াশ করল অজিরা
জীবনের শেষ ওয়ানডে ম্যাচে ফিঞ্চ ১৩ বল খেলে ৫ রানে বোল্ড হয়ে যান টিম সাউদির ডেলিভারিতে। ফিঞ্চ আউট হওয়ার পর গ্যালারি তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দেয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৬টি ওয়ানডে খেলা ফিঞ্চ দেশকে নেতৃত্ব দিলেন ৫৫ ম্যাচে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch) জীবনের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন রবিবার। গতকাল ক্যাঙারু ব্রিগেডের তারকা ব্যাটার জানিয়ে দিয়েছিলেন যে, তিনি দেশের জার্সিতে আর ৫০ ওভারের ক্রিকেট খেলবেন না। সুপার সানডে-তে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ খেলল কুইন্সল্যান্ডের ক্যাজালিস স্টেডিয়ামে। ফিঞ্চের ফেয়ারওয়েল ম্যাচে টিম অস্ট্রেলিয়া হেসেখেলে জিতে নিল। এর সঙ্গেই নিউজিল্যান্ডকে হোয়াইওয়াশ করল ফিঞ্চ অ্যান্ড কোং।
এদিন টস হেরে কেন উইলিয়ামসন ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফিঞ্চদের। স্টিভ স্মিথের সেঞ্চুরির (১৩১ বলে ১০৫ রান) সঙ্গেই মার্নাস লাবুশানে (৭৮ বলে ৫২) ও অ্যালেক্স ক্যারের (৪৩ বলে অপরাজিত ৪২) ব্যাটে অস্ট্রেলিয়া পাঁচ উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড ২৪২ রানে (দলের সর্বোচ্চ স্কোরার, গ্লেন ফিলিপ, ৪৭) গুটিয়ে যায়। জীবনের শেষ ওয়ানডে ম্যাচে ফিঞ্চ ১৩ বল খেলে ৫ রানে বোল্ড হয়ে যান টিম সাউদির ডেলিভারিতে। ফিঞ্চ আউট হওয়ার পর গ্যালারি তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দেয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৬টি ওয়ানডে খেলা ফিঞ্চ দেশকে নেতৃত্ব দিলেন ৫৫ ম্যাচে। একদিনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখলও ফিঞ্চ টি-২০ ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন বলেই জানিয়েছেন। গতবার ফিঞ্চের ক্যাপ্টেনসিতে অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ জিতেছিল। আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে ফিঞ্চের টিম।
২০১৫ বিশ্বকাপ জয়ী অস্ট্রলিয়া দলের সদস্য ছিলেন ফিঞ্চ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন। ২০১৫ বিশ্বকাপ জয়ী অস্ট্রলিয়া দলের সদস্য ছিলেন ফিঞ্চ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন। ফিঞ্চ দেশের হয়ে ১৪৬ টি ওয়ানডে খেলেছেন। করেছেন ৫৪০৬ রান (সর্বোচ্চ ১৫৩)। ১৭টি সেঞ্চুরি ও ৩০টি অর্ধ-শতরান করেছেন তিনি। চার উইকেটও পেয়েছেন হাত ঘুরিয়ে। ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০১৯ বিশ্বকাপের শেষ চারে গিয়েছিল। করেছেন ৫৪০১ রান (সর্বোচ্চ ১৫৩)। ১৭টি সেঞ্চুরি ও ৩০টি অর্ধ-শতরান করেছেন তিনি। চার উইকেটও পেয়েছেন হাত ঘুরিয়ে। ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০১৯ বিশ্বকাপের শেষ চারে গিয়েছিল।