Stuart Broad, Glenn McGrath: নিজের 'হিরো'কে ছাপিয়ে টেস্ট ইতিহাস ব্রডের! ম্যাকগ্রাকে নিয়ে বললেন এই কথা

টেস্ট মাইলস্টোন স্থাপন করলেন ব্রিটিশ জোরে বোলার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে (Glenn McGrath) ছাপিয়ে গেলেন। লাল বলের ক্রিকেটে পেসার হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হলেন ব্রড।

Updated By: Sep 11, 2022, 07:54 PM IST
Stuart Broad, Glenn McGrath: নিজের 'হিরো'কে ছাপিয়ে টেস্ট ইতিহাস ব্রডের! ম্যাকগ্রাকে নিয়ে বললেন এই কথা
অনন্য টেস্ট মাইলস্টোন ব্রডের

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা এসেছে ইংল্যান্ডে (South Africa tour of England 2022) । তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ শেষ। এই মুহূর্তে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় তথা টেস্ট চলছে লন্ডনের কেনিংটন ওভালে। রবিবার অর্থাৎ আজ চতুর্থ দিনের খেলা চলছে দুই দলের মধ্যে। ম্যাচের দ্বিতীয় সেশনেই অনন্য় টেস্ট মাইলস্টোন স্থাপন করলেন ব্রিটিশ জোরে বোলার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে (Glenn McGrath) ছাপিয়ে গেলেন। লাল বলের ক্রিকেটে পেসার হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হলেন ব্রড।

গতকাল ব্রড স্পর্শ করেছিলেন ম্যাকগ্রাকে। এই মুহূর্তে ব্রডের ঝুলিতে ১৫৯টি ম্যাচে ৫৬৫টি টেস্ট উইকেট (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। ম্যাকগ্রা ১২৪টি ম্যাচে নিয়েছিলেন ৫৬৩টি উইকেট। ব্রডের আগে এখন শুধুই তাঁর সতীর্থ জেমস অ্যান্ডারসন। (১৭৫টি ম্যাচে ৬৬৬টি উইকেট, এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। ম্যাকগ্রাকে স্পর্শ করার পর ব্রড বলেছেন, 'ম্যাকগ্রা আমার নায়ক। আমি ওঁর ক্যাটেগরিতে আসার যোগ্যই নই। সত্যি বলতে ম্যাকগ্রা আমার থেকে অনেক কম ম্যাচ খেলে এই রেকর্ড করেছেন।' ব্রড নিঃসন্দেহে এই প্রজন্মের অন্যতম সেরা বোলার। পরিসংখ্যানই কথা বলে তাঁর হয়ে।

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচ সর্বাধিক উইকেটশিকারি:

১) মুথাইয়া মুরলীধরন (শ্রীলঙ্কা) ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট
২) শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ১৪৫ ম্য়াচে ৭০৮ উইকেট
৩) জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ১৭৫ ম্যাচে ৬৬৬ উইকেট
৪) অনিল কুম্বলে (ইন্ডিয়া) ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট
৫) স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ১৫৯ ম্যাচে ৫৬৫টি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.