শুরু হয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ ও কলকাতা দলের মধ্যে তীব্র লড়াই

Updated By: Jul 29, 2017, 09:11 AM IST
শুরু হয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ ও কলকাতা দলের মধ্যে তীব্র লড়াই

ওয়েব ডেস্ক: চতুর্থবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। দলগঠনের কাজ এখনও শেষ করে উঠতে পারেনি টিম কলকাতা। এরই মধ্যে কলকাতার দল ঘিরে শুরু হয়ে গেল  অ্যাটলেটিকো মাদ্রিদ ও কলকাতা দলের মধ্যে তীব্র লড়াই। যে লড়াই গড়াতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পর্যন্ত। ঘটনার সুত্রপাত বেশ কিছুদিন আগে ।  অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তাদের শেয়ার ছেড়ে দিতে বলেছিল কলকাতার মালিকপক্ষ। এটিএম মালিকরা বর্তমান বাজার দরে শেয়ার ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন। তবে সেই অঙ্ক শুনে পিছিয়ে আসেন কলকাতার মালিকরা। এরপরই নাটকীয় মোড়। স্পেন তথা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব  প্রস্তাব দেয় তারা বক্তমান বাজার দরেই  কলকাতা দলের পুরো  শেয়ারটাই  কিনে নিতে প্রস্তুত।

আরও পড়ুন দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে স্বস্তি, দলে ফিরলেন লোকেশ রাহুল

এমনিতেই কলকাতা দলের পঁচিশ শতাংশ শেয়ার ছিল এটিএমের হাতে। বাকি পঁচাত্তর শতাংশ শেয়ারও কিনে নিতে চায় গ্রেইজম্যানদের ক্লাব। তবে সেই প্রস্তাব উড়িয়ে দেন এটিকে কর্তারা। এখানেই শেষ নয়। গত শনিবার সাংবাদিক সম্মেলনে এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা  অভিযোগ করেন কলকাতা দলের জন্য সেভাবে কোনও আর্থিক খরচই করেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপরই সংঘাত চরমে পৌছয়। কলকাতার মালিকের এই অভিযোগ মেনে নিতে পারেননি এটিএম কর্তারা। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন নিজেদের মতো করেই এই ইস্যু সামলাবেন তারা। প্রয়োজনে যাওয়া হবে ফিফাতে। সমাধানসূত্র না পাওয়া গেলে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম কলকাতার এই লড়াই গড়াতে চলেছে ফিফার ট্রাইবুনাল পর্যন্ত।

আরও পড়ুন  পাকিস্তানে গিয়ে ক্রিকেট ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখান করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

.