যুবভারতীতে একটাও ম্যাচ খেলবে না অ্যাটলেটিকো দ্য কলকাতা!

তৃতীয়বারের ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে বড় সমস্যায় অ্যাটলেটিকো দ্য কলকাতা। যুবভারতী পাওয়া যাবে না বলে বাধ্য হয়ে বেঙ্গালুরুতে ৭টি হোম ম্যাচ খেলতে হতে পারে প্রথমবারের চ্যাম্পিয়নদের। আপাতত গার্ডেন সিটির কান্তিরাভা স্টেডিয়াম প্রথম পছন্দ এটিকে কর্তাদের। 

Updated By: Jul 15, 2016, 01:29 PM IST
যুবভারতীতে একটাও ম্যাচ খেলবে না অ্যাটলেটিকো দ্য কলকাতা!

ব্যুরো: তৃতীয়বারের ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে বড় সমস্যায় অ্যাটলেটিকো দ্য কলকাতা। যুবভারতী পাওয়া যাবে না বলে বাধ্য হয়ে বেঙ্গালুরুতে ৭টি হোম ম্যাচ খেলতে হতে পারে প্রথমবারের চ্যাম্পিয়নদের। আপাতত গার্ডেন সিটির কান্তিরাভা স্টেডিয়াম প্রথম পছন্দ এটিকে কর্তাদের। 

মেসির পিছু নিলেন রোনাল্ডো

এ বিষয়ে কথাবার্তাও অনেক দুর  এগিয়েছে। তবে সমস্যা অন্য জায়গায়। অন্য শহরে এটিকের খেলা দেখতে আদৌ কত দর্শক মাঠ ভরাবেন সেই নিয়ে সন্দেহ রয়েছে কর্তাদের । গত দুবছর যুবভারতীতে গড়ে ২৫ থেকে ৩০ হাজার দর্শক এটিকের জন্য গলা ফাঁটিয়েছেন। বেঙ্গালুরুতে হোম ম্যাচ হলে কোনও ম্যাচে দশ হাজার দর্শকও হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির বিরাট সম্ভাবনা থেকেই যাচ্ছে। এরই মধ্যে শুক্রবার নয়া কোচ মোলিনার সঙ্গে বৈঠকে বসবেন এটিকে কর্তারা। দলের মার্কি ফুটবলার হিসেবে দিয়েগো ফোরলান অনেকটা এগিয়ে থাকলেও চুক্তি চূড়ান্ত হয়নি। এবারও এটিকের একজন সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে বাস্তব রায়কে। 

.