এশিয়ান গেমসে পুরুষদের ৮০০ মিটারে জোড়া পদক, সোনা জিতলেন মনজিত্ সিং
এদিন ১.৪৬.১৫ সেকেন্ডে এদিন দৌড় শেষ করেন মনজিত্। যদিও মঙ্গলবারের ফাইনালে শুরুটা ধীরেই করেছিলেন মনজিত। শেষ ১০০ মিটারে বাজিমাত করেন তিনি। তাঁর গতির সামনে হার মানতে হয় বাকি সবাইকে। ষষ্ঠ ভারতীয় হিসাবে ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন মনজিত্।
নিজস্ব প্রতিবেদন: এশিয়ান গেমসে পুরুষদের ৮০০ মিটার দৌড়ে জোড়া পদক ভারতের। সোনা জিতলেন হরিয়ানার ছেলে মনজিত্ সিং। রুপো জিতলেন জিনসন জনসন। ১৯৬২ সালের পরে এই প্রথম এই ইভেন্টে ২টি পদক পেল ভারত।
Watchout #ManjitSingh dat terrific turn over from 4th to 1st to get #INDIA a Gold Medal.. Nd #Johnson the man behind him gets silver the double delight.. Wow watta moment.. #AsianGames2018 #AsianGames pic.twitter.com/3NdzKywesT
— Sujith Kumar (@Sujithkumar07) August 28, 2018
এদিন ১.৪৬.১৫ সেকেন্ডে এদিন দৌড় শেষ করেন মনজিত্। যদিও মঙ্গলবারের ফাইনালে শুরুটা ধীরেই করেছিলেন মনজিত। শেষ ১০০ মিটারে বাজিমাত করেন তিনি। তাঁর গতির সামনে হার মানতে হয় বাকি সবাইকে। ষষ্ঠ ভারতীয় হিসাবে ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন মনজিত্।
রুপো জয়ী জিনসন জনসন যদিও বেশি পিছিয়ে ছিলেন না। ১.৪৬.৩৫ সেকেন্ডে রেস শেষ করেন তিনি।
WHAT A RUN! WHAT A BRILLIANT RUN!
Manjit Singh had to come from the 4th position to win GOLD Medal in last 50 meters.
With a timing of 1:46:15 in 800m men's event, he was simply sensational! Very proud! #KheloIndia #AsianGame2018 #IndiaAtAsianGames pic.twitter.com/mZf6yaCnPO
— Rajyavardhan Rathore (@Ra_THORe) August 28, 2018
হরিয়ানার ছেলে মনজিত দ্বাদশ শ্রেণিতেই প্রাতিষ্ঠানিক পড়াশুনোতে ইতি টেনে খেলাধুলায় মন দেন। এদিন তার ফল পেলেন হাতে নাতে। এদিন মনজিত্কে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর।