মালিঙ্গা ম্যাজিক দিয়ে শুরু এশিয়া কাপ, বাংলা পরীক্ষা দিয়ে কোহলির অভিষেক কাল

মালিঙ্গা ম্যাজিক দিয়ে শুরু হল এশিয়া কাপ। মালিঙ্গার পাঁচ উইকেটের কোপে পড়ে জয়ের কাছাকাছি এসেও হারতে হল পাকিস্তানকে। ২৯৬ রান তাড়া করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে এনে ছিলেন উমর আকমল (৭৩), মিসবা উল হক (৭৪)। কিন্তু শেষের দিকে ব্যাটিং ব্যর্থতায় হারতে হল মিসবাদের।

Updated By: Feb 25, 2014, 11:19 PM IST

মালিঙ্গা ম্যাজিক দিয়ে শুরু হল এশিয়া কাপ। মালিঙ্গার পাঁচ উইকেটের কোপে পড়ে জয়ের কাছাকাছি এসেও হারতে হল পাকিস্তানকে। ২৯৬ রান তাড়া করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে এনে ছিলেন উমর আকমল (৭৩), মিসবা উল হক (৭৪)। কিন্তু শেষের দিকে ব্যাটিং ব্যর্থতায় হারতে হল মিসবাদের।

এদিকে কাল বুধবার বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে দেশের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। কোহলি এই প্রথম গোটা একটা সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন।

এদিন প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ফাতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ১২ রানে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অভিযান জয় দিয়ে শুরু করল শ্রীলঙ্কা। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গা ৫২ রানের বিনিময়ে নিলেন পাকিস্তানের পাঁচটি উইকেট। এর আগে লাহিরু থিরুমানে করেছিলেন ১০২।

থিরুমানের শতরানের পাশাপাশি টেস্টে সদ্য ত্রিশতকারী সঙ্গাকারা ৬৫ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। পাক পেসার উমর গুল ৩৮ রানে দু`টি ও শাহিদ আফ্রিদি ৫৬ রানে দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছিলেন মিসবা উল হক ও উমর গুলরা। কিন্তু ২৪২ থেকে ২৬২ রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় পাক বাহিনী। দশ ওভার বল করে মাত্র ৫২ রান দিয়ে পাঁচটি মূল্যবান উইকেট নেন মালিঙ্গা। সুরঙ্গা লাকমল দুটি উইকেট নেন। লক্ষ্যের খুব কাছাকাছি গিয়েও ২৮৪ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাক ইনিংসে মিসাব উল ৭৩ ও উমর আকমল ৭৪ রান করেছেন।

.