কপিল দেবকে ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন!

কপিল দেবকে ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন। গতকালই টেস্টে উইকেট সংখ্যার বিচারে টপকে গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় পেস বোলার জাভাগল শ্রীনাথকে। আর আজ অশ্বিন ছুঁয়ে ফেললেন দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে। মুম্বই টেস্টের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট পেয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে এই নিয়ে তিনি ২৩ বার পাঁচ উইকেট নিলেন।

Updated By: Dec 9, 2016, 11:54 AM IST
 কপিল দেবকে ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন!

ওয়েব ডেস্ক: কপিল দেবকে ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন। গতকালই টেস্টে উইকেট সংখ্যার বিচারে টপকে গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় পেস বোলার জাভাগল শ্রীনাথকে। আর আজ অশ্বিন ছুঁয়ে ফেললেন দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে। মুম্বই টেস্টের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট পেয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে এই নিয়ে তিনি ২৩ বার পাঁচ উইকেট নিলেন।

আরও পড়ুন জানেন জয়ললিতার মৃত্যুর পর কত জন আত্মহত্যা করেছেন?

কপিল দেবও টেস্ট কেরিয়ারে মোট ২৩ বার পাঁচ উইকেট নিয়েছেন। অশ্বিনের থেকে এগিয়ে রয়েছেন এই বিষয়ে আর দুজন ভারতীয়। তাঁরা দুজনেই স্পিনার। প্রথমজন অনিল কুম্বলে। যিনি পাঁচ উইকেট নিয়েছেন ৩৫ বার। আর দ্বিতীয় জন হরভজন সিংহ। ভাজ্জি পাঁচ উইকেট নিয়েছেন মোট ২৫ বার।

আরও পড়ুন  জানেন আমাদের দেশে কত মানুষ সড়ক পথ দুর্ঘটনায় মারা যায়?

.