শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে পানামার বিরুদ্ধে কি মাঠে নামবেন মেসি?

Updated By: Jun 10, 2016, 02:30 PM IST
শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে পানামার বিরুদ্ধে কি মাঠে নামবেন মেসি?

ওয়েব ডেস্ক: পানামাকে হারিয়ে কোপার নক আউটে যাওয়া নিশ্চিত করতে চাইছে আর্জেন্টিনা। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে পানামার মুখোমুখি হচ্ছেন মেসিরা। গতবারের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করেছিল জেরার্ডো মার্টিনোর দল। তাই পানামার বিরুদ্ধে মাঠে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাসী নীল-সাদা শিবির। চোট কাটিয়ে এই ম্যাচে মাঠে ফিরছেন লিও মেসিও। যা বাড়তি চাঙ্গা করছে আর্জেন্টিনা শিবিরকে। বিপক্ষে পানামার মত দল থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না হিগুয়েনরা। দলে সম্ভবত একটাই পরিবর্তন আনছেন আর্জেন্টিনীয় কোচ। গাইতানের জায়গায় দলে আসছেন মেসি। গতবারের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হার বাদ দিলে কোপায় শেষ এগারো ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। শনিবারও সেই ট্র্যাডিশান অব্যাহত রেখে নক আউটে জায়গা পাকা করতে মরিয়া মেসি ব্রিগেড।

জল্পনার অবসান। কোপায় মাঠে ফিরছেন লিও মেসি। শনিবার পানামা ম্যাচেই মাঠে দেখা যাবে LM 10-কে। বৃহস্পতিবার দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন মেসি। গত কয়েকটা দিন একেবারেই ভাল যায়নি আর্জেন্টিনীয় সুপারস্টারের। হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কোমরে চোট পেয়ে চিলি ম্যাচে খেলতে পারেননি মেসি। করফাঁকি মামলায় কোর্টে হাজিরা দিতে স্পেনে উড়ে যেতে হয়েছিল তাঁকে। এর মধ্যেই নেতৃত্ব ইস্যুতে মারাদোনার তোপের মুখেও পড়তে হয়েছে মেসিকে। বিশ্বফুটবলের রাজপুত্র মেসির সমালোচনা করে খোলাখুলি জানান নেতা হওয়ার ব্যক্তিত্ব নেই তাঁর মধ্যে। তবে নিজের দলের সেরা অস্ত্রকে আড়াল করছেন জেরার্ডো মার্টিনো। আর্জেন্টিনীয় কোচ বলছেন মেসি ড্রেসিরুমে সতীর্থদের তাতানোর থেকেও মাঠে নিজের পারফরম্যান্স নিয়ে বাকিদের তাতাতেই বেশি পছন্দ করেন। মাসচেরানোর থেকে মেসির অধিনায়কত্ব করার স্টাইল যে আলাদা সেটাও সাফ জানাচ্ছেন আর্জেন্টিনা কোচ।

 

.