ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম সারির বোলারদের মাঠের বাইরে রাখতে পারেন জাম্বো

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম সারির বোলারদের মাঠের বাইরে রেখেই নামতে পারে ভারতীয় দল। ভারতের কোচ অনিল কুম্বলে সেরকমই পরামর্শ দিয়েছেন নির্বাচকদের।

Updated By: Dec 3, 2016, 11:41 PM IST
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম সারির বোলারদের মাঠের বাইরে রাখতে পারেন জাম্বো

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম সারির বোলারদের মাঠের বাইরে রেখেই নামতে পারে ভারতীয় দল। ভারতের কোচ অনিল কুম্বলে সেরকমই পরামর্শ দিয়েছেন নির্বাচকদের।

আসলে অস্ট্রেলিয়া সিরিজের আগে অশ্বিনদের তরতাজা অবস্থায় পেতে চান জাম্বো। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে উমেশ যাদব,মহম্মদ সামি,অশ্বিন, রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দিতে চাইছেন কুম্বলে। পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। তারপর বাংলাদেশের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট খেলেই কোহলিদের নামতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে। টানা সূচী থাকায়  দলের প্রথম সারির বোলারদের বিশ্রামের জায়গা নেই।

আরও পড়ুন- টেস্ট ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল পাকিস্তান!

তাই সামি, জাদেজা, অশ্বিনদের জায়গায় ভুবনেশ্বর কুমার, জয়ন্ত যাদব, যশপ্রীত বুমরাদের দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ উতরে দিতে চান কুম্বলে।

আরও পড়ুন- যুবরাজ সিংয়ের বিয়ের কার্ডটা দেখেছেন?

.