বিশ্বকাপ জিতবে জার্মানি, বলছে ফিফার গেমিং সংস্থা
বিশ্বকাপ জিতবে জার্মানি, বলছে ফিফার গেমিং সংস্থা
বুকিরা যখন বিশ্বকাপ ২০১৪ জয়ের ব্যাপারে ব্রাজিল, আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে, তখন ফিফার অফিসিয়াল গেমিং পার্টনার অন্যরকম দাবি করছে। ফিফার অফিসিয়াল গেমিং পার্টনার ফিফা ১৪ (FIFA 14 publisher Electronic Arts)-এর ভবিষ্যতবাণী অনুযায়ী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চলেছে জার্মানি। এই সংস্থার ভবিষ্যতবানী অনুযায়ী এবারের বিশ্বকাপের ফাইনালে মারকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কাপ জিতবে জার্মানি।
চার বছর আগে ইএ নামক এই গেম সংস্থা (EA) দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে ভবিষ্যত্বাণী করেছিল সেবার নাকি কাপ জিতবে স্পেন। বাস্তবে ঠিক সেটাই হয়েছিল।
এই দুই দেশ ছাড়া সেমিফাইনালে খেলবে পর্তুগাল, স্পেন। ভবিষ্যতবানী অনুযায়ী তৃতীয় স্থানে থাকবে ইনিয়েস্তারা। গতবারের মত এবারও নাকি জার্মানির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।
৩২ টি দেশকে নিয়ে বিভিন্ন হিসাবনিকাশ চালানোর পর এই ভবিষ্যতবানী করা হয়। এই সংস্থার ভবিষ্যত্বাণী অনুয়ায়ী প্রতিযোগিতার সর্বাধিক গোলদাতা হবেন নেইমার (৬টি গোল)। সেরা গোলটি নাকি করবেন স্পেনের ইনিয়েস্তা।
এক নজরে দেখে নেওয়া যাক এই সংস্থার ভবিষ্যত্বাণী
ফাইনাল
জার্মানি (২) ব্রাজিল (১)
তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ
পর্তুগাল (১) স্পেন (৩০
সেমি ফাইনাল
ব্রাজিল (১) পর্তুগাল (০)
স্পেন (০) জার্মানি (০) (টাইব্রেকারে জার্মানি জয়ী ৫-৪)
Quarter Finals
Brazil 2 - 2 Uruguay (Brazil 4-3 pens)
Portugal 4 - 3 Nigeria
England 0 - 2 Spain
Germany 2 - 1 Argentina
Round of 16
Brazil 3 - 1 Netherlands
Ivory Coast 2 - 3 Uruguay
France 0 - 1 Nigeria
Portugal 2 - 0 Russia
Spain 3 - 1 Mexico
England 1 - 1 Colombia (England 4-3 pens)
Argentina 2 - 0 Ecuador
Belgium 1 - 2 Germany