শ্রীনির টাইম আউট? আজ গদি ছাড়তে নারাজ বোর্ড প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারন করবে সুপ্রিমকোর্ট

গদি ছাড়তে নারাজ শ্রীনির ভাগ্য আজ ঠিক করতে চলেছে সুপ্রিমকোর্ট। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে স্বচ্ছ তদন্তের স্বার্থে দু`দিন আগেই শীর্ষ আদালত বিসিসিআই-এর প্রেসিডেন্টের পদ থেকে এন শ্রীনিবাসনকে সরে যেতে বলেছিল। শ্রীনিকে বৃহস্পতিবার অবধি সময় দেওয়া হয়েছিল। সুপ্রিমকোর্ট সাফ জানিয়েছিল তিনি নিজে থেকে গদি না ছাড়লে আদালত নিজের রায় জানাবে। আজ সেই রায় ঘোষণার দিন।

Updated By: Mar 27, 2014, 08:47 AM IST

গদি ছাড়তে নারাজ শ্রীনির ভাগ্য আজ ঠিক করতে চলেছে সুপ্রিমকোর্ট। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে স্বচ্ছ তদন্তের স্বার্থে দু`দিন আগেই শীর্ষ আদালত বিসিসিআই-এর প্রেসিডেন্টের পদ থেকে এন শ্রীনিবাসনকে সরে যেতে বলেছিল। শ্রীনিকে বৃহস্পতিবার অবধি সময় দেওয়া হয়েছিল। সুপ্রিমকোর্ট সাফ জানিয়েছিল তিনি নিজে থেকে গদি না ছাড়লে আদালত নিজের রায় জানাবে। আজ সেই রায় ঘোষণার দিন।

অন্যদিকে অবশ্য সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে অস্বীকার করেছেন শ্রীনিবাসন। এক বেসরকারী সংবাদমাধ্যমে শ্রীনিবাসন জানিয়েছেন , তিনি কিছুতেই বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না। বিসিআইয়ের মাধ্যমে এই খবর জানানো হয়।

মুদগল কমিটির রিপোর্ট স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীনির জামাই গুরুনাথ মেইয়াপ্পনকে দোষী সাব্যস্ত করেছে। তবে জামাইয়ের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন বিশ্ব ক্রিকেটের এই ক্ষমতাশালী কর্তা। শ্রীনিবাসনকে সুপ্রিমকোর্ট সরিয়ে দিলে আইসিসি তে তাঁর পদ অনিশ্চিত হয়ে পড়বে। অনিশ্চিত হয়ে পড়বে আইপিএল-এ তাঁর দল চেন্নাই সুপার কিংসের ভাগ্যও।

স্পট ফিক্সিংকাণ্ডে মুদগল কমিটির তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ বলে, `শ্রীনিবাসনের বিরুদ্ধে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। সেই সঙ্গে বলা হয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় পাবেন শ্রীনি৷ না হলে আদালত তার রায় জানাবে৷ কিন্তু শ্রীনি ঘনিষ্ঠরা এখন বলছেন, `সংবিধান অনুযায়ী বোর্ডের কেউ প্রেসিডেন্টকে সরে দাঁড়াতে বলতে পারে না৷ এটা পুরোপুরি ওঁর সিদ্ধান্ত৷`

.