শেষ আটে সিন্ধু-প্রণয়, বিদায় শ্রীকান্তের

অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দুই ভারতীয় তারকা - পিভি সিন্ধু এবং এইচ এস প্রণয়। তবে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন কিদাম্বি শ্রীকান্ত।

Updated By: Mar 16, 2018, 12:59 PM IST
শেষ আটে সিন্ধু-প্রণয়, বিদায় শ্রীকান্তের

নিজস্ব প্রতিবেদন : অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দুই ভারতীয় তারকা - পিভি সিন্ধু এবং এইচ এস প্রণয়। তবে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন কিদাম্বি শ্রীকান্ত।

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের আশা জিইয়ে রাখলেন সিন্ধু এবং প্রণয়। থাইল্যান্ডের নিতচাওন জিন্দাপোলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। ১ঘন্টা ৭মিনিটের লড়াই শেষে সিন্ধু জিতলেন ২১-১৩,১৩-২১,২১-১৮। অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে ৩৮ মিনিটের লড়াইয়ে হারিয়ে দিলেন এইচ এস প্রণয়। প্রণয়ের পক্ষে খেলার ফল ২১-১০,২১-১৯।

আরও পড়ুন- 'ট্রিবিউট টু জগু':জগমোহন ডালমিয়াকে শ্রদ্ধার্ঘ্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

সিন্ধু-প্রণয় শেষ আটে পৌঁছলেও হতাশ করলেন কিদাম্বি শ্রীকান্ত। চিনের ইউশিয়াং হুয়াংয়ের কাছে ১১-২১, ২১-১৫, ২০-২২ গেমে হারলেন তিনি।

আরও পড়ুন - ফের পরীক্ষায় নারিন, পাশ করলে তবেই খেলতে পারবেন আইপিএল-এ

.