কলকাতায় আর্জেন্টিনার হয়ে কোচিং শুরু...মেসিদের বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ প্রয়াত
২০১১ সালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে জাতীয় দলের কোচিংয়ে অভিষেক হয় আলেজান্দ্রোর এই কলকাতাতে।
নিজস্ব প্রতিবেদন: একের পর এক দুঃসংবাদ আর্জেন্টিনার ফুটবলে। ২৫ নভেম্বর না ফেরার দেশে চলে গিয়েছেন ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনা। মারাদোনার মৃত্যুর দু সপ্তাহ কাটতে না কাটতেই চলে গেলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার এবং কোচ আলেজান্দ্রো সাবেয়া। দীর্ঘ অসুস্থতার পর ৬৬ বছর বয়সে চলে গেলেন তিনি।
আরও পড়ুন- আর্জেন্টিনার নোটে এবার মারাদোনা; থাকবে 'হ্যান্ড অফ গড' গোলের ছবি
মারাদোনার প্রয়াণের পরের দিনই হৃদরোগে অস্ত্রোপচার হয় সাবেয়ার। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও সংক্রমণের কারণে পরিস্থিতির অবনতি হতে থাকে। তারপর থেকে আইসিইউ-তে ছিলেন। মঙ্গলবার আর্জেন্টিনা স্থানীয় সময় অনুযায়ী দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলেজান্দ্রো সাবেয়া।
#ProfundoDolor Último adiós a Alejandro Sabella
https://t.co/Kv93LSkkgi pic.twitter.com/JPJXxYlhQD
— AFA (@afa) December 8, 2020
ফুটবল ছাড়ার পর কোচিংয়ে মন দেন আলেসান্দ্রো সাবেয়া। সের্জিও বাতিস্তার কাছ থেকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নেন তিনি। ২০১১ সালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে জাতীয় দলের কোচিংয়ে অভিষেক হয় আলেজান্দ্রোর এই কলকাতাতে। ২০১৪ বিশ্বকাপে সাবেয়ার কোচিংয়ে ২৪ বছর পর ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। যদিও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টাইনদের।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগে বর্ণবিদ্বেষের অভিযোগ রেফারির বিরুদ্ধে; প্রতিবাদে মাঠ ছাড়লেন নেইমাররা