টেস্টে সচিনের দামি যে রেকর্ডটা ভাঙতে চলেছেন কুক
ক্রিকেট ঈশ্বরকে ছুঁতে আর বাকি মাত্র ৩৬টা ধাপ। তারপরেই ক্রিকেট ঈশ্বরের রেকর্ড ভেঙে ফেলবেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক অ্যালেস্টার কুক। কিন্তু সচিন তেন্ডুলকরের কোন রেকর্ড ভাঙতে চলেছেন তিনি?
ওয়েব ডেস্ক: ক্রিকেট ঈশ্বরের রেকর্ড ভাঙতে আর বাকি মাত্র ৩৬টা রান। সবচেয়ে কম বয়সে টেস্টে দশ হাজার রান করার রেকর্ডের মালিক সচিনকে এই বিষয়ে টেক্কা দেওয়ার মুখে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক অ্যালেস্টার কুক।
২০০৫ সালের মার্চে কলকাতায় টেস্টে দশ হাজার রানের মাইলস্টোন গড়েন সচিন। সেই সময় সচিনের বয়স ছিল ৩১ বছর ১১ মাস। সেখানে গত ২৫ ডিসেম্বর ৩১ বছরে পা দেন কুক। মানে ১৯ মে থেকে হেডিংলি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৬ রান করলেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে দশ হাজার ক্লাবের সদস্য হয়ে যাবেন কুক।
তবে কুক এই রেকর্ডটা আগেই ভাঙতে পারতেন। কিন্তু ২০১৩ সালের জুন থেকে ২০১৫ সালের মে পর্যন্ত একেবারে ফর্মে ছিলেন না। এই সময় কোনও টেস্ট শতরানও ছিল না তাঁর। ফর্মে না থাকায় দশ হাজার সদস্য হতে দেরি হয়ে যাচ্ছে। যদিও এখন কুক হয়তো ভাবছেন, দের আয়ে পর দুরুস্ত আয়ে।
---------------------
England Test captain Alastair Cook is just 36 runs away from joining the prestigious 10,000-run club in the traditional format of the game.In case if he manages to do that, Cook will enter history books by becoming the youngest man in history to do so, surpassing the legendary Sachin Tendulkar, whose 10,000th Test run came against Pakistan in Kolkata in March 2005, a little more than a month before his 32nd birthday.