ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির সুনীলদের! কবে থেকে শুরু, জেনে নিন

প্রত্যেক ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 14, 2020, 02:40 PM IST
ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির সুনীলদের! কবে থেকে শুরু, জেনে নিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: অগাস্টের তৃতীয় সপ্তাহেই মাঠে নেমে পরতে পারেন সুনীল ছেত্রীরা। অক্টোবরে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। উড়িষ্যা সরকারের সবুজ সংকেত পেলেই অগাস্টের তৃতীয় সপ্তাহে ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির শুরু করবে ব্লু টাইগার্সরা। তবে সরকারি নির্দেশিকা মেনেই জাতীয় দলের প্রস্তুতি শিবির আয়োজনের ভাবনা ফেডারেশনের।

প্রত্যেক ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য কাতার দলের আসা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে ফেডারেশনকে। শুধু তাই নয়, ভারতে আসার পর ১৪ দিনের কোয়ারেন্টিনেও থাকতে হবে এশিয়ান চ্যাম্পিয়নদের। তার জন্য অবশ্য কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার দিকে তাকিয়ে থাকতে হবে ফেডারেশনকে। দর্শকশূন্য স্টেডিয়ামেই ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে ভারত-কাতার ম্যাচ।

আরও পড়ুন - বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি: এক মুহূর্তের জন্য মরগ্যানের মনে হয়েছিল, সব কিছু শেষ!

.