পাক ক্রিকেটে ফের ডোপিং বিতর্ক

পাকিস্তানের হয়ে ১৩টা টেস্ট, ৮১টা একদিনের ম্যাচ ও ৫৭টা টি-২০ খেলেছেন ২৬ বছরের এই ব্যাটসম্যান।

Updated By: Jun 21, 2018, 07:54 PM IST
পাক ক্রিকেটে ফের ডোপিং বিতর্ক

নিজস্ব প্রতিনিধি : ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে! এবার ডোপ টেস্টে ফেল করলেন আহমেদ শাজাদ। নিয়মানুযায়ী তিন থেকে ছ'মাস নির্বাসিত হতে পারেন তিনি।

পাকিস্তানের হয়ে ১৩টা টেস্ট, ৮১টা একদিনের ম্যাচ ও ৫৭টা টি-২০ খেলেছেন ২৬ বছরের এই ব্যাটসম্যান। পাক ক্রিকেট সংস্থার তরফে এখনও এই ব্যাপারে কোনও সরকারী বিবৃতি দেওয়া হয়নি। তবে পিসিবির এক কর্তা বলছিলেন, বোর্ডের গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হতে পারেন শাজাদ। ফয়সলাবাদে পাকিস্তান কাপ ওয়ান-ডে টুর্নামেন্ট চলাকালীন ডোপ টেস্ট হয়েছিল তাঁর।

আরও পড়ুন- ফুটবলের পরীক্ষা দিয়ে ক্রিকেটে পাস করছে ভারতীয় ক্রিকেটাররা!

২০১৬-র ফেব্রুয়ারিতে পাক লেগ স্পিনার ইয়াসির শাহ ডোপ টেস্টে ফেল করেছিলেন। আইসিসি তাঁকে তিন মাসের জন্য নির্বাসনে পাঠিয়েছিল। শোয়েব আখতার, মহম্মদ আসিফ, আবদুল রহমান, রেজা হাসানের মতো পাক ক্রিকেটাররা অতীতে ডোপ টেস্টে ফেল করেছেন। পাক বোর্ডের এক কর্তা বলছিলেন, ''আমরা ডোপিংয়ের ব্যাপারে আরও কড়া হতে চলেছি। এখন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও ডোপিং নিয়ে প্রচণ্ডরকম কড়াকড়ি হয়েছে।''

.