ঘুরে দাঁড়াতে শেষপ‌র্যন্ত গোপীচাঁদের কাছেই ফিরলেন সাইনা

Updated By: Sep 4, 2017, 10:15 AM IST
ঘুরে দাঁড়াতে শেষপ‌র্যন্ত গোপীচাঁদের কাছেই ফিরলেন সাইনা

ওয়েব ডেস্ক: তিন বছর পর ফের গোপীচাঁদের অ্যাকাডেমিতে ফিরলেন সাইনা নেহওয়াল। সম্প্রতি গ্লাসগোতে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে পুরনো কোচ গোপীচাঁদের সঙ্গে কথা বলেন সাইনা। তার পরেই গোপীচাঁদ সাইনাকে ফের প্রশিক্ষণ দিতে রাজী হন।

বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই সাইনা নেহওয়াল। বলা ‌যেতে পারে তাঁকে ক্রমশ ঢাকা দিয়ে দিচ্ছিলেন পি ভি সিন্ধু। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে গোপীচাঁদের অ্যাকাডেমি ছেড়ে বিমল কুমারের কাছে ট্রেনিং নিতে শুরু করেন। তার পরই তিনি বিশ্বের এক নম্বর হন, দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন। তার পর অবশ্য তিনি আর ফর্মে ছিলেন না বলা ‌যেতে পারে।

এতদিন গোপীচাঁদের থেকে দূরেই ছিলেন সাইনা। তবে শেষপ‌র্যন্ত তাঁকে গোপীর কাছেই ফিরতে হল।

আরও পড়ুন-কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে দাঁড়ানো এই নায়কের ছেলেকে পেটাতে চেয়েছিলেন কঙ্গনা

.