জামাইয়ের প্রাপ্তি ক্লিনচিট, প্রত্যাবর্তনের পথ প্রশস্ত শ্রীনির
এন শ্রীনিবাসনের প্রত্যাবর্তনের পথ পরিষ্কার করল বিসিসিআই-এর দুই সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটি আইপিএল স্পট ফিক্সিং থেকে ক্লিনচিট দিল শ্রীনির জামাই গুরুনাথ মেইয়াপ্পনকে। এই রিপোর্ট অনুযায়ী শ্রীনির দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ফিক্সিং কাণ্ডের কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ছাড় পেয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাও।
এন শ্রীনিবাসনের প্রত্যাবর্তনের পথ পরিষ্কার করল বিসিসিআই-এর দুই সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটি আইপিএল স্পট ফিক্সিং থেকে ক্লিনচিট দিল শ্রীনির জামাই গুরুনাথ মেইয়াপ্পনকে। এই রিপোর্ট অনুযায়ী শ্রীনির দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ফিক্সিং কাণ্ডের কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ছাড় পেয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাও।
আগামী মাসের ২তারিখে দিল্লিতে বোর্ডের কার্যকরী সমিতির বৈঠকেই সম্ভবত সিংহাসন ফিরে পাচ্ছেন তামিলনাড়ুর `স্ট্রংম্যান`। ওই দিনই স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকও হবে। অতএব অন্তর্বতীকালীন সভাপতির পদ থেকে জগমোহন ডালমিয়ার বিদায় নেওয়ার সময়ও প্রায় এসেই গেল।
বিসিসিআই সহ সভাপতি নিরঞ্জন শাহ সাংবাদিকদের জানিয়েছেন ``রাজ কুন্দ্রা, ইন্ডিয়া সিমেন্ট ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোনও রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এই রিপোর্ট আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে পাঠানো হবে। কাউন্সিলই এই বিষয় অন্তিম সিদ্ধান্ত নেবে।``
তবে জামিনে মুক্ত শ্রীনির জামইয়ের বিরুদ্ধে এখনও পুলিসি তদন্ত চলছে। তদন্ত চলছে ইন্ডিয়া সিমেন্টের বিরুদ্ধেও। সেই তদন্তে দোষী প্রমাণিত হলে শ্রীনিবাসনের মুকুট কতটা সুরক্ষিত থাকবে সে বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।