IND vs PAK | World Cup 2023: 'একুশই ফিরবে তেইশে'! ভেঙে যাবে ৭-০ রেকর্ড, হুঙ্কার পাক সেনাপতির

Babar Azam Makes Bold Statement On India's 7-0 Streak: বাবর আজম কথা বললেন ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। সাফ জানিয়ে দিলেন যে একদমই চাপে নেই তাঁর দল।

Updated By: Oct 13, 2023, 06:04 PM IST
IND vs PAK | World Cup 2023: 'একুশই ফিরবে তেইশে'! ভেঙে যাবে ৭-০ রেকর্ড, হুঙ্কার পাক সেনাপতির
বাবরের হুঙ্কার বড় ম্য়াচের আগে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে (IND vs AFG, World Cup 2023) রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) রয়েছে দারুণ ছন্দে। প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্য়াচে আফগানিস্তানকেও হারিয়েছে ভারত। আর কয়েক ঘণ্টা পর 'মাদার অফ অল ব্য়াটল'! কাপযুদ্ধের হেভিওয়েট ম্য়াচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK | World Cup 2023)। পাকিস্তানও দুই ম্য়াচ জিতে নামছে মাঠে। পরিসংখ্যান বলছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারত কখনও হারেনি পাকিস্তানের কাছে। ৪১ বছরের প্রতিদ্বন্দ্বিতায় ভারত এগিয়ে ৭-০ ব্যবধানে। এবার এই রেকর্ডই ভেঙে যাবে! আগাম জানিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। 

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: মহাযুদ্ধে ভারতের ১১ সেনা কারা? শুভমন-শামি কি ফিরছেন!

প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে বাবর বলেন, 'যা অতীতে হয়ে গিয়েছে, সেটার উপর ফোকাস করতে চাই না। যা আসতে চলেছে সেদিকেই ফোকাস আমাদের। রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য়। আমরা এই রেকর্ডও ভেঙে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আগামিকাল আমরা ভালো পারফর্ম করব। বড়দিনে ভারত-পাকিস্তানের মধ্যে কে ভালো খেলছে, তার উপরেই সব নির্ভর করছে। আশা করি আমাদের ছেলেরা দিনের দিন জ্বলে উঠতে পারবে। ২০২১ সালে আমরা টি-২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ছিলাম। আশা করি এখানেও সেটা করব। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত আমি বেশি রান করতে পারিনি। আশা করি এই ব্য়াপারটা বদলাবে। বিশ্বকাপে ভালো করতে হলে, ফিল্ডিং ভালো করতে হবে। সেটা নিয়েই আমরা কাজ করছি। ফিল্ডিং আসলে অ্যাটিটিউড।' 

আহমেদাবাদ নিয়েও বাবরের আলাদা পরিকল্পনা করা হয়ে গিয়েছে। তিনি বলেন, 'প্রথম ১০ ওভারের চেয়ে পরের ১০ ওভার আলাদা হবে। সেভাবেই পরিকল্পনা করেছি। আমরা নাসিম শাহকে মিস করব। তবে শাহিন আমাদের সেরা বোলার। ওর উপরেই আমাদের বিশ্বাস আছে। ও নিজেও আত্মবিশ্বাসী। এক-দু'টো খারাপ পারফরম্যান্স নিয়ে আমরা আশাবাদী নই।' বাবর সাফ জানিয়েছেন যে, ম্যাচ নিয়ে কোনও চাপ নেই। কারণ অতীতে বহুবার তিনি ভারত-পাক মহাযুদ্ধে শামিল হয়েছেন। ফলে তাঁর কাছে নতুন কিছু নয় এই লড়াই। 

আরও পড়ুন: World Cup 2023 Opening Ceremony: মোতেরায় ভরদুপুরে মেগাজলসা! মহাযুদ্ধে মঞ্চ মাতাবেন কারা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.