প্রথম World Cup জয়ের ৩৮ বছর পার, টুইটারে উদযাপন দেশবাসীর
লর্ডসের মাঠে কপিল দেবের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের
নিজস্ব প্রতিবেদন: ২৫ শে জুন, ১৯৮৩ সাল। ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিনটি। অন্যতম বৃহৎ অ্যাচিভমেন্টের সাক্ষী ছিল গোটা বিশ্ব। লর্ডসের মাঠে কপিল দেবের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে বিশ্বকাপ (World Cup) জিতেছিল ভারত (India)। শুধু সাধারণ একটা জয় নয়। ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) নতুন অধ্যায় শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ১৯৮৩ এর বিশ্বকাপ জয়। অপ্রতিরোধ্য গত দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কপিল দেবের (Kapil Dev) অদম্য লড়াই এবং শেষে আইকনিক লর্ডসে হাতে ট্রফি তুলে নেওয়া, আজও জাতীয় স্তরের প্লেয়ার তৈরিতে ইচ্ছাশক্তির রসদ জুগিয়ে যাচ্ছে।
(2/2) pic.twitter.com/mLo5iFGj1E
— Royal Challengers Bangalore (@RCBTweets) June 25, 2021
ম্যাচের শুরুটা খুব ভালো হয়নি ভারতের। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড ভারতকে ব্যাটিংয়ের সুযোগ দেয়। ওপেনার সুনীল গাভাস্কার আউট হন মাত্র ২ রানে। ৬০ ওভারের মধ্যে ৫৪.৩ ওভারে ১৮৩ রানে অলআউট হয় ভারত।
#OnThisDay in 1983: A historic day for the Indian cricket as the @therealkapildev-led #TeamIndia lifted the World Cup Trophy. pic.twitter.com/YXoyLyc5rO
— BCCI (@BCCI) June 25, 2021
এরপর প্রতিপক্ষের ব্যাটিংয়ে ভিভিয়ান রিচার্ডসের ভুল শটই পাশা পাল্টে দেয়। কপিল দেবের ক্যাচে আউট হন তিনি। ৬৬ রানেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তখনও দরকার ১১৭ রান। আপ্রাণ চেষ্টা করেও ঘুরে দাঁড়ানো হয়নি। ১৪০ রানে অলআউট ক্যারিবিয়ান ব্রিগেড। এরপর আরও ২৮ বছর পর ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া। ১৯৮৩ এর বিশ্বকাপ জয়ের আজ ৩৮ বছর পার। দিনটিকে স্মরণীয় করে রাখতে টুইটারে উদযাপন নেটিজেনদের।
25th June '83. If there was 1 ball that changed world cricket, this was the one. Not Bradman's last dismissal, not Misbah's paddle sweep, not Warne's ball of the century
Greenidge shouldering arms to Balwinder Sandhu. India winning the World Cup. And cricket taking off in India! pic.twitter.com/zs6MgrkBNE— Joy Bhattacharjya (@joybhattacharj) June 25, 2021
#OnThisDay in 1983, India won their maiden world cup at Lords. We defeated previous 2 times world champions West Indies. This was a day that made 10 years old Sachin Tendulkar dream to win world cup for a team. @sachin_rt @windiescricket @BCCI @therealkapildev pic.twitter.com/21ZEMCtFXC
— Noorjahan Khan(@NoorLoveCricket) June 24, 2020