Cristiano Ronaldo, Champions League: চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন রোনাল্ডো! আল নাসেরের চুক্তিতে লুকিয়ে চাবিকাঠি
Cristiano Ronaldo in Champions League: চ্যাম্পিয়ন্স লিগে খেলা রোনাল্ডোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তিনি নিজেই জানিয়েছেন বিভিন্ন সময়ে। এবার নাসেরের এই নতুন চুক্তিতে এবার পাওয়া গেল ট্যুইস্ট। জানা গিয়েছে আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর নতুন চুক্তিতে একটি ধারা রয়েছে যার সাহায্যে তিনি আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবেন।
![Cristiano Ronaldo, Champions League: চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন রোনাল্ডো! আল নাসেরের চুক্তিতে লুকিয়ে চাবিকাঠি Cristiano Ronaldo, Champions League: চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন রোনাল্ডো! আল নাসেরের চুক্তিতে লুকিয়ে চাবিকাঠি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/03/402557-ronaldo.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু টালবাহানার শেষে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পাশপাশি এই ক্লাবে সই করার ফলে রোনাল্ডোকে বিসর্জন দিতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন। আর এই কারণেই অনেকেই এই নতুন ক্লাবে সই করাকে তাঁর কেরিয়ারের শেষ হিসেবে দেখা শুরু করেছেন এখনই। চ্যাম্পিয়ন্স লিগে খেলা রোনাল্ডোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তিনি নিজেই জানিয়েছেন বিভিন্ন সময়ে। এবার নাসেরের এই নতুন চুক্তিতে এবার পাওয়া গেল ট্যুইস্ট। জানা গিয়েছে আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর নতুন চুক্তিতে একটি ধারা রয়েছে যার সাহায্যে তিনি আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবেন।
তিনি গত সপ্তাহে সৌদি আরবের দলের সঙ্গে চুক্তি সই করেছিলেন। ইউরোপে কোনও ক্লাব খুঁজে না পেয়ে বহু টাল্বাহানার পরে সৌদির ক্লাবের বিশাল অঙ্কের চুক্তিকে হ্যাঁ বলেন পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী।
ইউরোপের মূল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ না পড়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ রোনাল্ডোর চুক্তিতে একটি ধারা রয়েছে যেখানে তাঁর চ্যানপিয়ন্স লিগে খেলার রাস্তা খুলে রাখা হয়েছে। ধারায় বলা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড যদি এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারে তাহলে রোনাল্ডো সেই ক্লাবে খেলতে যেতে পারবেন লোনে। এই সুযোগ পাওয়া যাবে কারণ নিউক্যাসেল ইউনাইটেডের মালিক সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট তহবিল।
আরও পড়ুন: Abhimanyu Easwaran: অভাবনীয় বললেও কম, নিজের নামাঙ্কিত স্টেডিয়ামেই খেলছেন অভিমন্যু!
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড রক্ষা করতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনেকগুলি রেকর্ড রয়েছে। এখনও পর্যন্ত তিনি ১৪০ গোল করে এই মহাদেশীয় টুর্নামেন্টে সর্বকালের শীর্ষস্থানীয় গোল স্কোরার।
ভবিষ্যতে তাঁকে পেরিয়ে যাওয়ার মতো জায়গায় এই মুহূর্তে রয়েছেন একমাত্র লিওনেল মেসি। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মেসির এই টুর্নামেন্টে ১২৯ গোল রয়েছে। তিনি পর্তুগিজ লেজেন্ডের তুলনায় মাত্র ১১ গোল পিছিয়ে রয়েছেন। অর্থাৎ আর মাত্র ১২টি গোল করলেই রোনাল্ডোর রেকর্ড ভেঙে দেবেন তিনি।
২০২২ কাতার বিশ্বকাপের সময় রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সঙ্গে তাঁর চুক্তি বাতিল করেন। পিয়ের্স মরগানের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনি ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগকে সম্মান করেন না।
তাঁর এবং ক্লাবের মধ্যে এই সাক্ষাৎকারের আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। রোনাল্ডোর ইউনাইটেড কেরিয়ারের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় এই সাক্ষাৎকার। ইউনাইটেড বর্তমানে তাঁর জায়গায় অন্য ফরোয়ার্ড খুঁজছে বলেও জানা গিয়েছে।