৬০০০* মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রানের অধিকারী মিথালি রাজ
নজির গড়লেন ভারতের মহিলা দলের অধিনায়ক মিথালি রাজ। মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রানের অধিকারী হলেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটসউমেন হিসেবে ৬০০০ রান করলেন মিতালি।
ব্যুরো: নজির গড়লেন ভারতের মহিলা দলের অধিনায়ক মিথালি রাজ। মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রানের অধিকারী হলেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটসউমেন হিসেবে ৬০০০ রান করলেন মিতালি।
নয়া নজির গড়লেন ভারতের মহিলা দলের অধিনায়ক মিথালি রাজ। মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রানের অধিকারী হলেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম মহিলা ব্যাটসউমেন হিসেবে একদিনের ক্রিকেট ৬০০০ রান করলেন মিথালি। বুধবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে উনষত্তর রানের ইনিংস খেলার ফাঁকে রানের এভারেস্টে পৌছে গেলেন ভারত অধিনায়ক। পুরুষদের একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। বুধবার আধুনিক ডনকে ছুঁলেন মিতালি। মিতালি ইতিহাস সৃষ্টি করার পরই টুইটারে তাকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন ভারতীয় তারকরা।
Thanks a lot @imVkohli for your kind words!! https://t.co/LcblAhLDDF
— Mithali Raj (@M_Raj03) July 12, 2017
Thanks a lot @sachin_rt sir!! https://t.co/nXJxcEVw30
— Mithali Raj (@M_Raj03) July 12, 2017
৬০০০ রান করতে মিতালি নিয়েছেন ১৮৩টি ম্যাচ। খেলেছেন ১৬৪টি ইনিংস। উনপঞ্চাশটি অর্ধশতরান করার পাশাপাশি পাঁচটা শতরান করেছেন বিশ্বের এক নম্বর রান সংগ্রহকারী। কয়েক মাসে আগে বিশ্বে মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন ভারত তথা বাংলার ঝুলন গোস্বামী।