এই পাঁচটি কারণের জন্যই চ্যাম্পিয়ান হল পর্তুগাল

ইউরো ফাইনালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বটে পর্তুগাল। কিন্তু ফাইনালে দারুণ খেলেছে গ্রেইজম্যানরাও। তবুও, এই পাঁটি কারণের জন্য রানার্স-আপ হয়েই থাকতে হল আয়োজক ফ্রান্সকে।

Updated By: Jul 11, 2016, 10:35 AM IST
এই পাঁচটি কারণের জন্যই চ্যাম্পিয়ান হল পর্তুগাল

ওয়েব ডেস্ক: ইউরো ফাইনালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বটে পর্তুগাল। কিন্তু ফাইনালে দারুণ খেলেছে গ্রেইজম্যানরাও। তবুও, এই পাঁটি কারণের জন্য রানার্স-আপ হয়েই থাকতে হল আয়োজক ফ্রান্সকে।

 

১) মূল খেলার ৯০ মিনিটে না পারলেও অতিরিক্ত সময়ে দুরন্ত গোল করে বাজিমাত করেন সুপার সাব এডের।

 

২) আহত হয়ে অধিনায়ক রোনাল্ডোর বেরিয়ে যাওয়া মানসিক দিক দিয়ে আরও শক্তিশালী করে দেয় নানিদের।

 

৩) ভাল খেলে একের পর এক সুযোগ তৈরি করে যাচ্ছিলেন জিরুড, গ্রেইজম্যানরা। কিন্তু ফিনিশিং টাচটা এল না।

শাপমুক্তি ঘটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

 

৪) অসাধারণ নৈপূণ্যে গোলের নীচে একের পর এক সেভ করে পর্তুগালকে ম্যাচে রাখেন পর্তুগিজ রুই প্যাট্রিসিও।

 

৫) হাঁটুর ব্যাথা নিয়েই মাঠে ফিরলেন তিনি, মানে C R 7। তবে, এবার একটু অন্য ভূমিকায়। মাঠে নেমে সতীর্থদের তাতিয়ে দিতে থাকেন রোনাল্ডো। মাঠের বাইরে থেকেও নানিদের লড়াইকে উত্সাহ দিয়ে যাচ্ছিলেন তিনি, রোনাল্ডোকে দেখে মনে হচ্ছিল তিনিই যেন দলের কোচ।

.