৫ ফুটবলারের করোনাভাইরাস ধরা পড়েছিল, তথ্য গোপন বার্সেলোনার!
এমনকি দু'জন সাপোর্ট স্টাফেরও করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল বলে দাবি রেডিও চ্যানেলটির
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে মেসিদের মাঠে ফেরার আগেই চাঞ্চল্যকর খবর। স্পেনের একটি রেডিও চ্যানেলের দাবি বার্সেলোনার পাঁচ ফুটবলারের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল। এমনকি দু'জন সাপোর্ট স্টাফেরও করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল বলে দাবি রেডিও চ্যানেলটির।
সূত্র মারফত্ জানা গিয়েছে, ওই পাঁচ ফুটবলারেরই কোনও উপসর্গ ছিল না। পরে রিপোর্ট নেগেটিভ আসার পরই অনুশীলনে যোগ দেন তাঁরা। পুরো বিষয়টি বার্সেলোনার তরফ থেকে গোপন করা হয়েছিল। মে মাসের শুরুতে লা লিগা কর্তৃপক্ষের তরফ থেকে ফুটবলারদের যে টেস্ট করা হয়েছিল,তাতেই বার্সার পাঁচ ফুটবলারের করোনা ধরা পড়েছিল বলে খবর। তবে কোন পাঁচ ফুটবলারের করোনা সংক্রমন হয়েছিল,তা জানাতে পারেনি রেডিও চ্যানেলটি।
চাঞ্চল্যকর খবর সামনে আসার পর ফুটবল বিশ্বে শোরগোল পরে গেলেও,মুখে কুলুপ বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের। ১৩ জুন রিয়াল মায়োরকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে লা লিগায় মাঠে ফিরছেন মেসিরা।
আরও পড়ুন - 'যুবরাজ সিং মাফি মাঙ্গো'; উত্তাল সোশ্যাল মিডিয়া