এক প্যাকেটে চারের খেল

২২ গজের বিধ্বংসি মেজাজ ছেড়ে প্রেম নিবেদনের পরামর্শদাতা হয়ে উঠেছেন ক্রিস গেইল। তাঁর যাবতীয় টুইট মহিলা সংক্রান্ত। মহিলাদের প্রেম সম্পর্কে পরামর্শ দিচ্ছেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। যাদের জীবনে প্রেম নেই তাঁদের হতাশ না হওয়ার পরামর্শ গেইলের। ম্যাডোনা বা জেনিফার লোপেজের প্রসঙ্গ টেনে গেইলের পরামর্শ, নিরাশ হয়ে যেও না, তোমাদের প্রেমিকরা এখনও জন্মায়নি। ম্যাডোনাদের প্রেমিকরা তাঁদের চেয়ে বয়সে অনেক ছোট। ক্রিস গেইলের মতো ক্রিকেটারের টুইটারে এই ধরনে মন্তব্যে হতবাক ক্রিকেট বিশ্ব।

Updated By: Dec 2, 2013, 08:30 PM IST

# টুইটারে লাভগুরুর ভূমিকায় ক্রিস গেইল

২২ গজের বিধ্বংসি মেজাজ ছেড়ে প্রেম নিবেদনের পরামর্শদাতা হয়ে উঠেছেন ক্রিস গেইল। তাঁর যাবতীয় টুইট মহিলা সংক্রান্ত। মহিলাদের প্রেম সম্পর্কে পরামর্শ দিচ্ছেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। যাদের জীবনে প্রেম নেই তাঁদের হতাশ না হওয়ার পরামর্শ গেইলের। ম্যাডোনা বা জেনিফার লোপেজের প্রসঙ্গ টেনে গেইলের পরামর্শ, নিরাশ হয়ে যেও না, তোমাদের প্রেমিকরা এখনও জন্মায়নি। ম্যাডোনাদের প্রেমিকরা তাঁদের চেয়ে বয়সে অনেক ছোট। ক্রিস গেইলের মতো ক্রিকেটারের টুইটারে এই ধরনে মন্তব্যে হতবাক ক্রিকেট বিশ্ব।

# ইন্দোনেশিয়া ওপেন ইতিহাস গড়লেন ভারতীয় গলফার গগনজিত ভুল্লার

ইতিহাস গড়লেন ভারতীয় গলফার গগনজিত ভুল্লার। ইন্দোনেশিয়া ওপেন চ্যাম্পিয়ন হলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত এই গলফার। টুর্নামেন্টের শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও ফাইনালে ছিল তাঁর পারফরম্যান্স নজর কাড়া। শেষ রাউন্ডে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের প্রতিপক্ষকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন হন ভুল্লার। এই নিয়ে পাঁচটি এশিয়ান খেতাব জিতলেন তিনি। ইন্দোনেশিয়া ওপেন জয়ের পর এশিয়ার সেরা গলফারদের তালিকায় চার নম্বরে উঠে এলেন ভুল্লার।

# দ্য ক্লাস অফ নাইটি-টু

রবিবার লন্ডনের লেসেস্টার স্কোয়ারে ছিল চাঁদের হাট। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের উত্থানের ইতিবৃত্ত নিয়ে তৈরি সিনেমা `দ্য ক্লাস অফ নাইনটি টু`-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ডেভিড বেকহ্যাম, গ্যারি নেভাইল, ফিল নেভাইল, নিকি বাট, রায়ান গিগস এবং পল স্কোলস। নয়ের দশকের প্রথম দিকে কিভাবে পাঁচটি তরুণ ফুটবলার বিশ্ব ফুটবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চেহারাটা বদলে দিয়েছিলেন, সেটাকে সেলুলয়ডে বন্দি করেছেন এক ব্রিটিশ পরিচালক। দ্য ক্লাস অফ নাইনটিটু-এর প্রিমিয়ারে এসে নস্টালজিক বেকহ্যামরা।

# পাতিয়ালায় বিশ্ব কবাডি প্রতিযোগিতায় শুরুতেই কামাল ভারতের

পাতিয়ালায় শুরু হল বিশ্ব কবাডি প্রতিযোগিতা। চ্যাম্পিয়নশিপের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রকে ৫৯-৩১ ফলে হারিয়ে দিল ভারত। স্পেন হারাল কেনিয়াকে। মহিলাদের বিভাগে নিউজিল্যান্ডকে চুয়াল্লিশ-বারো ফলে হারিয়ে দিল ভারতীয় মহিলারা। বিশ্বকাপে সোনা জয়ী দলকে ষোল লাখ টাকা দেওয়া হবে। রুপো এবং ব্রোঞ্জ জয়ী দল যথাক্রমে এগারো এবং ছয় লক্ষ টাকা পুরস্কার রাশি পাবে।

.