ব্রিসবেনে বিশ্রী হেরে বিদায়ের মুখে ধোনিরা
ভারত-১৫৩ (৩৯.৩ ওভার), ইংল্যান্ড- ১৫৬/১ (২৭.৩ ov)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী (১৩৫ বল বাকি থাকতে)
ওয়েব ডেস্ক: মেলবোর্নের পর ব্রিসবেন। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড। বিশ্বকাপের আগে ফের লজ্জার হার ধোনিদের। আজ ইংল্যান্ড বোনাস পয়েন্ট নিয়ে জেতায় ফাইনালে উঠতে হলে এখন ভারতকে পরের দুটো ম্যাচ জিততেই হবে।
ব্রিসবেনে ভারতের লজ্জার হার। নয় উইকেটে ইংল্যান্ডের কাছে হারতে হল ধোনি বাহিনীকে। প্রথমে ব্যাট করে ১৫৩ রানে অল আউট হয়ে যায় ভারত। জবাবে এক উইকেট হারিয়ে মাত্র সাতাশ দশমিক তিন ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ইয়ান বেল ৮৮ রানে অপরাজিত থাকেন।
এদিন টসে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুতেই স্টিফেন ফিনের দাপটে বিপর্যয়ের মুখে পড়ে ধোনি ব্রিগেড। মাত্র সাতষট্টি রানে পাঁচ উইকেট খুইয়ে রীতিমত চাপের মুখে পড়ে ভারত। এদিনও ব্যাট হাতে ব্যর্থ শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। বিপর্যয় কাটিয়ে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার কিছুটা লড়াই চালান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও স্টুয়ার্ট বিনি। কিন্তু ধোনি আউট হতেই ফের বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় দল। ভারতের পক্ষে বিনি ৪৪, রাহানে ৩৩ ও ধোনি ৩৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ফিন পাঁচটি ও অ্যান্ডারসন চারটি উইকেট পেয়েছেন।