সফল সোচি অলিম্পিকে সুপারহিট ভূতের চোখ

শেষ হল সোচি অলিম্পিক। অনেক বিতর্ক নিয়ে শুরু হওয়া সোচি অলিম্পিক সবার চোখ ঘুরিয়ে দিল। এত ঝাঁ চকচকে, প্রায় নিঁখুত শীতকালীন অলিম্পিক আর দেখা যায়নি। সোচির শীতকালীন অলিম্পিকের জাঁকজমক রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল গ্রীষ্মকালীন অলিম্পিককেও। আয়োজক দেশ হিসাবে দারুণ সফল রাশিয়া (পড়ুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন)। পদক তালিকাতেও সবার আগে রাশিয়া (১৩টি সোনা, ১১টি রুপো, ১৩টি ব্রোঞ্জ)।

Updated By: Feb 24, 2014, 09:34 AM IST

শেষ হল সোচি অলিম্পিক। অনেক বিতর্ক নিয়ে শুরু হওয়া সোচি অলিম্পিক সবার চোখ ঘুরিয়ে দিল। এত ঝাঁ চকচকে, প্রায় নিঁখুত শীতকালীন অলিম্পিক আর দেখা যায়নি। সোচির শীতকালীন অলিম্পিকের জাঁকজমক রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল গ্রীষ্মকালীন অলিম্পিককেও। আয়োজক দেশ হিসাবে দারুণ সফল রাশিয়া (পড়ুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন)। পদক তালিকাতেও সবার আগে রাশিয়া (১৩টি সোনা, ১১টি রুপো, ১৩টি ব্রোঞ্জ)।

এই গেমসে সমকামিদের নিষিদ্ধ ঘোষণা করায় তুমুল বিতর্ক হয়। বেশ কিছু সংগঠন, ক্রীড়াবিদ এর প্রতিবাদে সোচি অলিম্পিক বয়কট করে। এর পাশাপাশি ছিল জঙ্গি আক্রমণের ভয়। কিন্তু সব বাধা টপকে সোচি দেখল `ইয়েস উই ক্যান`।

সোচি গেমস বিভিন্ন বিষয়ের জন্য স্মরণীয় হয়ে থাকল। তবে সুপারহিট হয়ে থাকল ভূতের চোখ। ইস্তোনিয়ার ব্যায়াথিলট গ্রেটে গ্রিম সবাইকে চমকে দিলেন। না, খেলার জন্য নয়, তাঁর চোখের জন্য। গ্রিমের চোখ দুটো এতটাই ভয়ানক দেখাচ্ছে যে তার দিকে নাকি তাকানো পর্যন্ত যাচ্ছিল না। টিভির ক্যামেরা গ্রিমের চোখের দিকে ফেললেই নাকি ভয়ে গা ছমছম করছিল। গ্রিম পরে জানান এটা তাঁরই ভুল। এমন একটা কন্টাক্ট লেন্স তিনি পরেছেন যেটা দেখতে ভূতের মত। গ্রিমের সেই ভূতের চোখই মাতিয়ে দিল সোচি গেমসকে।

2014 Sochi Olympics: Don`t look directly into Grete Gaim`s eyes

The biathalon combines cross country skiing with rifle shooting, and perhaps Gaim`s color contact lens provide her with better vision. Or maybe she`s just trying to scare her competition.

If they handed out medals for scaring, she would be a lock for the gold.

.