একই দিনে COVID-19 কেড়ে নিল দেশের দুই অলিম্পিক্স সোনাজয়ী রত্নকে

এমন 'ঘাতক' শনিবার যেন আর কখনও না আসে। এমনটাই বলছে ভারতীয় হকিমহল।

Updated By: May 9, 2021, 12:04 AM IST
একই দিনে COVID-19 কেড়ে নিল দেশের দুই অলিম্পিক্স সোনাজয়ী রত্নকে

নিজস্ব প্রতিনিধি: এমন 'ঘাতক' শনিবার যেন আর কখনও না আসে। এমনটাই বলছে ভারতীয় হকিমহল। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দেশ হারাল দুই অলিম্পিক্স সোনাজয়ী হকি খেলোয়াড়কে। মারণ ভাইরাস কোভিড (COVI-19) কেড়ে নিল রবীন্দ্র পাল সিং (Ravindra Pal Singh) ও মহারাজ কৃষ্ণ কৌশিককে (MK Kaushik)। সকালে রবীন্দ্র পালের প্রয়াণের খবর আসে, বিকেলে জানা যায় তাঁর সতীর্থ কৃষ্ণ কৌশিক আর নেই। আটের দশকের ভারতীয় হকি দল খেলাটাকে বিশ্বের মানচিত্রে নিয়ে গিয়েছিল। ১৯৮০ মস্কো অলিম্পিকে সোনা ফলানো ভারতের দুই কৃতী খেলোয়াড় ছিলেন রবীন্দ্র-কৌশিক। 

বিগত দু'সপ্তাহ ধরেই রবীন্দ্র করোনার সঙ্গে লড়াই করছিলেন। গত ২৪ এপ্রিল করোনা সংক্রামিত হওয়ায় তাঁকে ভর্তি করা হয় লখনউয়ের বিবেকানন্দ হাসাপাতালে। কিন্তু মাঠের বহু লড়াই জয়ী রবীন্দ্র মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০। গত ১৭ এপ্রিল কোভিড ধরা পড়ে কৌশিকের। তাঁকেও ভর্তি করা হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। কৌশিক চিকিৎসায় সাড়া দিতেও শুরু করেন। কিন্তু গত কয়েকদিন তাঁর পরিস্থিতির অবনতি হতে থাকে। শনিবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু আর ফেরানো গেল না রবীন্দ্রর বন্ধুকে। ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কৌশিক। অর্জুন পুরস্কার জয়ী কৌশিক কোচ হিসেবেও ছিলেন দুর্দান্ত সফল। দ্রোণাচার্য্য জয়ী কৌশিকের কোচিংয়ে ভারতীয় পুরুষ হকি দল ১৯৯৮ সালে এশিয়াডে সোনা জেতে। অন্যদিকে মহিলা দলকে তিনি ২০০৬ সালে এশিয়াডে ব্রোঞ্জ জেতান।

.