কানাডায় জুনিয়র আইস হকি টিমের পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

নিহতদের প্রত্যেকের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

Updated By: Apr 8, 2018, 03:01 PM IST
কানাডায় জুনিয়র আইস হকি টিমের পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

নিজস্ব প্রতিবেদন : বাসের সঙ্গে ট্র্যাক্টর ট্রেলারের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল কানাডার জুনিয়র আইস হকি টিমের অন্তত ১৫ জন সদস্যের। আহত আরও ১৩ জন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুত্বর। চিকিত্সা চলছে হাসপাতালে।

আরও পড়ুন- নিউমোনিয়ায় আক্রান্ত হয় মৃত্যু প্রতিভাবান মহিলা ক্রিকেটারের

কানাডা পুলিস সূত্রে খবর, টিম নিপাউইন হকসের সঙ্গে খেলার জন্য যাচ্ছিল কানাডার জুনিয়র আইস হকি টিম হামবোল্ট ব্রঙ্কস। হঠাতই ২৮ জন খেলোয়াড়কে নিয়ে বাসটিতে সাস্কাচুয়ান এলাকায় ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি ট্র্যাক্টর ট্রেলারকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। আহত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই স্তম্ভিত আইস হকির দুনিয়া। ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশন তাদের ওয়েবসাইটের হোমপেজে হামবোল্ট ব্রঙ্কসের লোগো দিয়ে শ্রদ্ধাজ্ঞাপণ করেছে। শোকপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

.