দেশান্তর (পাঠকের কবিতা)

Updated By: Sep 28, 2016, 02:28 PM IST
দেশান্তর (পাঠকের কবিতা)

পুষ্পিতা সেন  গুপ্তা

যে আকাশ আমার জানলায় উঁকি মারে তা তুমিও দেখো রোজ

যে চাঁদ তোমার ঘরে আসে সে আমাকেও সুখ দেয়

একই সূর্য্য তারা তোমাকে আমাকে আলো দেয়,

তবু তুমি আর আমি আলাদা

তোমার বাড়ি আমার বাড়ি অন্য দেশ

তোমার দিন আমার রাত অন্য বেশ

সীমান্তর লড়াইয়ে কখনো তুমি জেতো কখনো আমি

নামের ফেরে ভাগ করেছি জল স্থল পাহাড় নদী

তবু মন, তোমাকে ভাগ করতে পারলাম কই?

কথায় সুরে যে আজও এক হয়ে রই |

সে যে দেশের সীমা ছেড়ে ঘুরে আসে বিদেশে

কালের সীমা ছেড়ে ছুঁতে চায় অসীমকে

আমায় বন্দী কোরো দিগন্ত মাঝে

ছোটো গন্ডীতে যেন না যাই হারিয়ে।।

.