Covid- বিধি মেনে, ৫০ জনকে নিয়ে ভারতলক্ষ্মীতে শুরু 'মিঠাই'-র শ্যুটিং
Jun 18, 2021, 15:41 PM IST
1/8
অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কেটেছে স্টুডিও পাড়ায়। শুক্রবার থেকে কোভিড বিধি মেনে শুরু হল বাংলা ধারাবাহিক 'মিঠাই'-র শ্যুটিং।
2/8
জানা যাচ্ছে, ফেডারেশনের সঙ্গে যুক্ত টেকনিশিয়ানদের নিয়েই ভারতলক্ষ্মী স্টুডিওতে 'মিঠাই'-এর শ্যুটিং শুরু হয়েছে।
photos
TRENDING NOW
3/8
মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কোভিড বিধি মেনে ভ্যাকসিন করিয়ে তবেই কলাকুশলীদের শ্যুটিংয়ে ডাকা হয়েছে।
4/8
গত ১৪ জুনই ৫০ জনকে নিয়ে কোভিড বিধি মেনে ইনডোর ও আউটডোর শ্যুটিং শুরুর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তবে তারপরেও আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের দ্বৈরথে শ্যুটিং শুরু নিয়ে নানা সমস্যা দেখা দেয়।
5/8
আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের অভিযোগ ছিল, টেকনিশিয়ানদের ফোন করে কাজে না আসার হুমকি দিচ্ছে ফেডারেশন, তাই টেকনিশিয়ানরা কাজে যোগ দিতে পারছেন না।
6/8
তবে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, শুক্রবার থেকে কোনওভাবেই শুটিং বন্ধ রাখা যাবে না। সেইমতোই আজ থেকে পুরোদমে সমস্ত ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে।
7/8
স্টুডিও-র গায়ে পোস্টারে স্পষ্ট লেখা হয়েছে মাস্ক ছাড়া কেউ ফ্লোরে ঢুকতে পারবেন না, ৩ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে।
8/8
পাশাপাশি স্যানিটাইজেশন, কলাকুশলীদের তাপমাত্রা মাপা, সব ব্যবস্থা রাখা হয়েছে 'মিঠাই' সেটে।