ফেসবুকে আপনার নিজের তথ্য কীভাবে সংরক্ষিত করবেন, জেনে নিন

Mar 26, 2018, 16:45 PM IST
1/8

Facebook_1

Facebook_1

ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য যে হাতবদল হয়েছে, তা অকপটে স্বীকার করে নিয়েছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। এই অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি।

2/8

Facebook_2

Facebook_2

এমনকী ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদপত্রে একটি বিজ্ঞাপনে কার্যত মুচলেকা দিয়ে ফেসবুকে জানিয়ে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।

3/8

Facebook_3

Facebook_3

সংস্থার স্বচ্ছতা ফেরাতে সব রকমভাবেই চেষ্টা চালাচ্ছে ফেসবুক। আপনিও জেনে নিন কীভাবে ফেসবুকে নিজস্ব তথ্যের একটি কপি সংগ্রহ করবেন।

4/8

Facebook_4

Facebook_4

ফেসবুক পেজের সেটিং অপশনে যান।

5/8

Facebook_5

Facebook_5

জেনারেল অ্যাকাউন্ট সেটিংসে 'ডাউনলোড ফেসবুক ডেটা' কপি করার অপশন পাবেন।

6/8

Facebook_6

Facebook_6

ক্লিক করুন 'স্টার্ট মাই আর্কাইভ'

7/8

Facebook_7

Facebook_7

এখানে নিরাপত্তা খতিয়ে দেখতে একাধিক তথ্য জানতে চাইবে ফেসবুক।

8/8

Facebook_8

Facebook_8

এমনকী সেটিংসে গিয়ে পেমেন্ট অপশনে পেতে পারেন ক্রেডিট কার্ডেরও তথ্য।