শিক্ষিত হয়েও ঘোমটায় মুখ কেন ঢাকা? আক্রমণের যোগ্য জবাব অভিনেত্রীর

Jan 03, 2020, 19:56 PM IST
1/12

মুখ ঘোমটায় ঢাকা, বিয়ের ছবিতে এভাবেই ধরা দিয়েছেন 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্যায়' অভিনেত্রী মোহেনা কুমারী সিং।  

2/12

অভিনেত্রী মোহেনা কুমারী সিং সাত পাকে বাঁধা পড়েন গত অক্টোবরেই। তবে তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। 

3/12

অক্টোবর মাসে হরিদ্বারে রীতি মেনে সুয়েশ রাওয়াতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মোহেনা কুমারী। 

4/12

নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন 'রেওয়া' থেকে 'রাওয়াত' হলাম। অর্থাৎ রেওয়া রাজপরিবারের সঙ্গে বিবাহ সূত্রে রাওয়াত রাজপরিবারের যোগসূত্র তৈরি হল। 

5/12

বিয়ের সময় আপাদমস্তক ঘোমটায় ঢেকে রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয় মোহেনা কুমারী সিংকে। 

6/12

অনেকেই মোহেনাকে সরাসরি লেখেন মুখ ঘোমটায় কেন ঢেকে রেখেছেন?

7/12

কেউ আবার মোহেনাকে উদ্দেশ্য করে লেখেন, ''এই সমস্ত ব্যক্তিদের শিক্ষিত হয়ে কোনও লাভ নেই। এরা আদপে পুরুষতান্ত্রিক সমাজকেই গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষা এদের মস্তিস্কের বিকাশ ঘটায় না। ''

8/12

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জবাব দিতে অবশ্য ভোলেননি মোহিনা, পাল্টা জবাবে তিনি লিখেছেন, ''খ্রিষ্ট ধর্ম ও ইসলাম ধর্মেও মহিলারা বিয়ের সময় মুখ ওড়নায় ঢাকে, তাঁদের সকলকে কি অশিক্ষিত বলে মনে হয়? আর এটা রাজপুতদের বহু পুরনো রীতি, যখন কোনও রাজপুত মহিলার বিয়ে হয় তখন তাঁরা এই পুরনো রীতি মেনে চলে। ''

9/12

প্রসঙ্গত, নিয়ের বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহেঙ্গায় সেজে উঠতে দেখা যায় মোহেনা কুমারী সিংকে। 

10/12

এখনেই অবশ্য বিতর্ক থামেনি। এর পরে অভিনেত্রী মোহেনা কুমারী সিং করে 'অশিক্ষিত রাজপুত' বলে অনেকে আক্রমণ করেন। 

11/12

উত্তরে মোহেনা পাল্টা লেখেন, ''আপনারা কোথাও ভুল করছেন, এবার দেখছি আমার বক্তব্যকে বোঝাতে আপনাদের চামচে করে খাইয়েও দিতে হবে। আমি বলেছি ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্মের মতোই রাজপুত রীতিতেও বিয়ের সময় ওড়না দিয়ে মুখ ঢাকার রীতি রয়েছে, রাজপুত মেয়েরা বিয়ের সময় সেই রীতিই মেনে চলে, আর এরপর আপনারা অশিক্ষিত রাজপুত বলতে শুরু করেছেন!''

12/12

রাজপুত রীতি মেনেই মোহেনার বিয়ের লেহেঙ্গা জিজাইন করেন সব্যসাচী মুখোপাধ্য়ায়।