Rashmika Mandanna: গুরুতর চোট পেয়েছেন রশ্মিকা! কেমন আছেন ন্যাশানাল ক্রাশ?

Rashmika Mandanna: 'সিকন্দর' ছবির জন্য জোরকদমে চলেছে রশ্মিকার প্রস্তুতি। কিন্তু হঠাতই দুঃসংবাদ। জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী।

Jan 10, 2025, 17:04 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা বিনোদন জগত জুড়ে এখন শুধুই পুষ্পা ছবির জয়জয়কার। ইতোমধ্যেই ছবির দুর্দান্ত সাফল্য নিয়ে উর্ধ্বগগনে ছুটছে অভিনেত্রী রশ্মিকা মন্দানার জনপ্রিয়তা। অন্যদিকে, সলমানের খানের বহু প্রত্যাশিত ছবি 'সিকন্দর'-এও তাঁকে দেখা যাবে।  

2/6

ছবির প্রস্তুতিও চলছে জোরকদমে। তারই মাঝে এল দুঃসংবাদ। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, জিমে ব্যায়াম করার সময় গুরুতর চোট পেয়েছেন রশ্মিকা। যার ফলে সাময়িকভাবে তাঁর শ্যুটিং স্থগিত করা হয়েছে।

3/6

রশ্মিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, অভিনেত্রী এখন বিশ্রামে আছেন। খুব শীঘ্রই সেটে কাজ শুরু করবেন।

4/6

এর আগে, জানা গিয়েছিল সলমান এবং রশ্মিকা 'সিকন্দরের' শেষ শিডিউলের শ্যুটিং মুম্বইয়ে করবেন।

5/6

প্রসঙ্গত, 'সিকন্দর'-এ সলমান, রশ্মিকার পাশাপাশি  কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ এবং অঞ্জিনি ধাওয়ানকে দেখা যাবে। এটি চলতি বছরের মার্চ মাসে অর্থাৎ ইদে মুক্তি পেতে চলেছে।

6/6

'সিকন্দর' ছাড়াও রশ্মিকার ঝুলিতে একাধিক ছবি। অভিনেত্রীকে আয়ুষ্মান খুরানার সঙ্গে 'থামা' ছবিতে এবং ভিকি কৌশলের সঙ্গে 'ছাভা' ছবিতে দেখা যাবে।