1/5
জ্যোতির্ময় কর্মকার : এবার সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে পথে নামলেন সমকামী, উভলিঙ্গের মানুষরাও। শুক্রবার দিল্লিতে মান্ডি হাউস থেকে যন্তরমন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন একাধিক এলজিবিটি কমিউনিটির মানুষ। গত কুড়ি দিনে সারা দেশের সঙ্গে একাধিক সিএএ বিরোধী আন্দোলনের সাক্ষী থেকেছে রাজধানীও। জামিয়া, জাফরাবাদের মত জায়গায় কখনও কখনও প্রতিবাদ পরিণত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষেও। কিন্তু এদিনের প্রতিবাদ মিছিল ছিল দৃশ্যতই অভিনব।
2/5
photos
TRENDING NOW
3/5
পোস্টারের বক্তব্যও ছিল চোখে পড়ার মত। পোস্টারে দাবি উঠল, ভারতের রং গেরুয়া নয়, বরং রামধনু। লেখা হল - 'H_ND_ ,' এবং M_SL_M, nothing is complete without 'I' and 'U'। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ কর্মসূচি। এদিনও বামপন্থী গণসংগঠনের তরফে জমায়েতের উদ্যোগ নেওয়া হলেও মিছিলের সামগ্রিক মোড়ক ছিল অরাজনৈতিক।
4/5
5/5
photos