World Elephant Day: এশিয়ার হাতি কি সংকটে? বিশ্ব হাতি দিবসে ফিরে দেখা...
এই হাতি দিবসেই বিশ্বের হাতি সম্প্রদায়ের একটা হালহকিকত নেওয়া হয় নতুন করে। দেখা হয় বিশ্বের কোথায় হাতি সুরক্ষিত, কোথায় বিপন্ন। এই নিরিখে কোনও কোনও পরিবেশবিদ জানাচ্ছেন, এশিয়ার হাতি কি সংকটাপন্ন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধান ও কাঁঠালের মৌসম ছাড়াও খাদ্যের সন্ধানে প্রায়শই হাতি দল বেঁধে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। হাতির আক্রমণে অসহায় মানুষের প্রাণ যায়, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি। গোটা বিশ্ব জুড়ে এই ছবি। এই ভাবে ক্ষুধার্ত বন্য হাতি লোকালয়ে চলে এলে সাধারণ মানুষ বিপন্ন হন। তাঁদের প্রাণসংশয়ের কারণ থাকে বলে। তখন তাঁরা হাতিকে আক্রমণ করে বসেন। আর এই ভাবে লোকালয়ে খিদের জ্বালায় এসে প্রাণ হারায় হাতির দল।
1/6
অসহায় হাতিও
2/6
সহাবস্থান, পারস্পরিক বোঝাপড়া
photos
TRENDING NOW
3/6
'এনডেঞ্জার্ড'
4/6
এশীয় হাতির সুরক্ষা
5/6
২০১২ সালের ১২ অগস্ট
6/6
হাতি নিয়ে সচেতনতা
photos