1/10
সৃজিতা মৈত্র: ডায়বেটিস! ক্য়ানসারের পরই যে রোগটা আতঙ্কের শীর্ষে রয়েছে। সম্প্রতি ডায়বেটিস সংক্রান্ত বেশ কিছু সমীক্ষা সকলের নজর কেড়েছে। একটি সমীক্ষায় দেখা যাচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে ভারতকে ডায়বেটিসের ক্যাপিটাল বলে গণ্য করা হচ্ছে। কারণটা যদিও অপর সমীক্ষাটি দেখলেই বুঝবেন। অপর সমীক্ষায় জানাচ্ছে, কলকাতায় প্রতি চারজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতি একজন ডায়বেটিস রোগে আক্রান্ত। শুধুমাত্র অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য এই নীরব ঘাতকের পায়ের তলায় রয়েছেন এত বিপুল সংখ্যক মানুষ। আসলে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডায়বেটিসে আক্রান্ত রোগীরা জানতেই পারেন না, তাদের রক্তে শর্করার মাত্রা কখন হু হু করা বেড়ে গিয়েছে। অথচ যখন ধরা পড়ে, তখন অনেক দেরি হয়ে যায়। তাই, বিশ্ব ডায়বেটিস দিবসে ডায়বেটিসের প্রাথমিক কিছু লক্ষণ সম্পর্কে জেনে নিন।
2/10
ডায়বেটিস কী ও কেন হয়?
ডায়বেটিস মূলত দু’প্রকারের। প্রথম প্রকারের ডায়বেটিস হল একপ্রকার অটো ইমিউন ডিজিজ। যার ফলে, খুব ছোট বয়সেই এই প্রকার ডায়বেটিস ধরা পড়ে। কিন্তু, মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রকার ডায়বেটিসটি দেখা যায়। এই প্রকার ডয়বেটিসে আপনার শরীর ইনসুলিন নামক হরমোনটির উৎপাদন বন্ধ করে দেয়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই, এই সাধারণ কিছু লক্ষণ যদি দেখা দেয়, বেশি দেরি না করে একটা সামান্য রক্ত পরীক্ষা করিয়েই নিন।
photos
TRENDING NOW
3/10
অতিরিক্ত তৃষ্ণা
4/10
ঘন ঘন মূত্র ত্যাগ করা
5/10
অস্বাভাবিক হারে ওজন কমে যাওয়া
6/10
হাত পায়ে ঘন ঘন ঝিনঝিনে অনুভূতি
7/10
অতিরিক্ত ক্লান্তি ভাব
8/10
শুষ্ক ত্বক
9/10
ক্ষত সারতে অতিরিক্ত সময় নেওয়া
10/10
photos