ময়দান কাঁপাচ্ছে DHFC, উৎফুল্ল অভিষেক

Nov 14, 2022, 14:36 PM IST
1/5

দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

DHFC-র  প্রধান পৃষ্ঠপোষক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে দেখা করায় খেলোয়াড়দের মনোবল বেড়েছে বলেও জানানো হয়েছে। ক্রীড়াবিদদের জন্য তার উৎসাহ এবং প্রশংসা তাদেরকে উজ্জীবিত করেছে।

2/5

বলে সই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বলে সই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দলের প্রধান পৃষ্ঠপোষক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বলে নিজের স্বাক্ষর করেছেন। এই বল DHFC-এর একটি দুর্দান্ত প্রথম মরসুমের প্রতীক হয়ে থাকবে বলে জানানো হয়েছে।

3/5

প্রথমবারেই দল প্রিমিয়ার ডিভিশনে

প্রথমবারেই দল প্রিমিয়ার ডিভিশনে

কলকাতা লিগের প্রথম ডিভিশনে প্রথম মরশুমে খেলেই প্রিমিয়ার ডিভিশনের জন্য কোয়ালিফাই করেছে তারা। আর সেই কৃতিত্ব অর্জনের দিনেই ট্যুইট করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ এবং ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

4/5

প্রথম ম্যাচ থেকেই জয়ের রাস্তায় ডিএইচএফসি

প্রথম ম্যাচ থেকেই জয়ের রাস্তায় ডিএইচএফসি

ডায়মন্ড হারবার এফসি এবারের‌ মরশুমে নিজেদের প্রথম ম্যাচেই ক্যালকাটা পোর্ট ট্রাস্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল।

5/5

কিবু ভিকুনার নেতৃত্বে এল সাফল্য

কিবু ভিকুনার নেতৃত্বে এল সাফল্য

মোহনবাগানকে শেষবার আই লিগ এনে দিয়েছিলেন তারকা কোচ কিবু ভিকুনা। তাঁর প্রশিক্ষণেই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রথম মরসুমেই পৌঁছে গিয়েছে প্রিমিয়ার ডিভিশনে।