প্রীতম দে: তাপমাত্রা বাড়লেও এখনও হাঁসফাঁসে গরম নেই। আবহাওয়াও শুষ্ক। তাই কিছুটা হলেও স্বস্তি রয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর আর কিছুদিনের মধ্যেই প্যাচপ্যাচে গরম নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে।
2/5
বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাতাসে জলীয় বাস্পের পরিমাণও। যার জেরে ঘাম তো হবেই সঙ্গে হাঁসফাঁসে অবস্থাও হওয়ার পূর্বাভাস।
photos
TRENDING NOW
3/5
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় এই শুষ্ক গরম জারি থাকবে। তবে ভোর এবং সন্ধের দিকে হালকা শীতের আমেজ মিলবে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবারের পর থেকে বাড়বে তাপমাত্রা।
4/5
পাশাপাশি ঢুকবে একটি পশ্চিমীঝঞ্ঝাও। ১৯ ফেব্রুয়ারি নাগাদ উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5/5
তবে পশ্চিনীঝঞ্ঝা কেটে গেলেও আর বঙ্গে শীত ফেরার আর সম্ভবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।