নিম্নচাপ ও উচ্চচাপের জোড়া ফলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রাজ্যে...

West Bengal Winter Season Update: আজ, মঙ্গলবার থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। সরস্বতীপুজোয় বৃষ্টি শুনে অনেকেরই মন খারাপ।

| Feb 13, 2024, 17:22 PM IST

সন্দীপ প্রামাণিক: মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এদিকে বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। ফলে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসছে। আর এর জন্য ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা।

1/7

অকালবৃষ্টি

আজ মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। 

2/7

রাঢ়ে বর্ষা

আগামীকালও বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা বৃষ্টি। 

3/7

হালকা থেকে বিক্ষিপ্ত

১৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

4/7

বৃষ্টি কমবে

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। 

5/7

উত্তরবঙ্গেও

বৃষ্টি উত্তরবঙ্গেও। আজ, মঙ্গলবার মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আজ তেমন বৃষ্টি হবে না। তবে আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। 

6/7

বজ্রপাতও

এই বৃষ্টির সঙ্গে আবার বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার ও বুধবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। 

7/7

কলকাতায় বৃষ্টি

আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই, আগামীকাল রাতে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ১৫ ফেব্রুয়ারি কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। বৃষ্টির এই ক'টা দিনে সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হল হাওয়া অফিসের তরফ থেকেও।