'সুশান্ত অবসাদে ভুগছিলেন, এমন মানতে অসুবিধা কোথায়?' প্রশ্ন স্বরার

Aug 19, 2020, 12:08 PM IST
1/5

সুশান্ত সিং রাজপুত অবসাদগ্রস্ত ছিলেন, সেটা মানতে অসুবিধা কোথায়? এবার এমন প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর 

2/5

স্বরা বলেন, সম্প্রতি সুশান্ত সম্পর্কে একটি আর্টিকেল পড়ছিলেন তিনি, যেখানে লেখা ছিল, সুশান্তকে দেখে কখনওই অবসাদগ্রস্ত বলে মনে হত না। সেলেব্রিটি হলেই যে তাঁকে অবসাদগ্রস্ত দেখাতে হবে, মনে হতে হবে, এমন কোনও মানে নেই বলে মন্তব্য করেন স্বরা 

3/5

তিনি আরও বলেন, কেউ যদি সেলেব হন, তাহলে তাঁর সঙ্গে খারাপ কিছু হতে পারে না, এমন ভাবার কোনও কারণ নেই 

4/5

সুশান্তকে নিয়ে স্বরা ভাস্করের ওই মন্তব্যের পরই জোর শোরগোল শুরু হয়েছে 

5/5

বুধবার সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে