Horoscope 2025: ২০২৫ সাল জুড়ে টাকা-পয়সা ও ধনসম্পদে ফুলে-ফেঁপে উঠবে কোন কোন রাশি? জেনে নিন, কাদের উপর শনি-মঙ্গল-বুধের অপার কৃপা...

Horoscope Today: টাকার উপর বসে থাকবেন এ বছরে? ভাগ্য খুলে যাবে আপনার? দেখে নিন, কার কার...

| Jan 01, 2025, 12:40 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা নতুন বছর পড়লেই সকলের মনে আগে এই প্রশ্নটা জাগে যে, কেমন কাটবে তাঁদের এই বছরটি? টাকা-পয়সা আসবে তো হাতে? ধনসম্পত্তি জমবে? সুখ-সমৃদ্ধি হবে? নতুন বছরের ভোরে ঘুম চোখ খুলেই সব মানুষ সবার আগে এই প্রশ্নেরই উত্তর পেতে চান। জেনে নিন, কী আছে এ বছর আপনার ভাগ্যে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

1/12

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

মেষ রাশির ক্ষেত্রে ২০২৫ সালটি যেন এক বিপ্লবের বছর হতে চলেছে। অর্থনৈতিক বৃদ্ধি-সমৃদ্ধি ও কর্মক্ষেত্রে নানা সুরাহার ডালি নিয়ে অপেক্ষায় রয়েছে এই ২০২৫। সব দিক থেকেই এঁদের ২০২৫ সালটি দারুণ বছর হতে চলেছে।

2/12

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

বৃষ রাশির মানুষজন এই বছরে পরিবর্তনকে আলিঙ্গন করুন। দীর্ঘমেয়াদি বৃদ্ধির দিকে লক্ষ্য স্থির রেখে নিজেকে পরিচালিত করুন। ২০২৫ সালে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। ধৈর্য ধরুন ভালো হবে। 

3/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

মিথুন রাশির জাতকদের জন্য দারুণ উত্তেজনাপূর্ণ এবং কর্মমুখর বছর হতে চলেছে এই ২০২৫। ভ্রমণ এবং অন্বেষণের জন্য প্রচুর সুযোগ আসবে। এঁরা সামাজিক ভাবেও বছরটিতে খুব জড়িয়ে পড়বেন, নিজেকে ছড়িয়ে দেবেন। 

4/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

লক্ষ্য স্থির করুন। নিজের ব্যক্তিগত বিকাশের উপর জোর দিন। বছরটিতে আগাগোড়া আবেগপ্রবণ থাকবেন। আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবেন। কাজ থেকে সরে এসে আত্মানুভূতিতে ডুবে যেতে পারেন এঁরা।

5/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

সিংহ রাশির জন্য বছরটি আশাবাদে পূর্ণ। এঁদের নেতৃত্বগুণ বিকশিত হবে। ব্যক্তিগত অর্জন ঘটবে এবং এজন্য স্বীকৃতিও মিলবে। পারিবারিক জীবনের সঙ্গে নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার একটু ভারসাম্য বজায় রেখে চলাই শ্রেয়। 

6/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

কন্যা রাশির জীবনের লক্ষ্যগুলি নিয়ে তাঁদের একটু আলোচনা করতে হবে। ব্যক্তিগত এবং পেশাজগৎ-- উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় পরিবর্তন ঘটবে। তা ঘটানোর প্রচুর সুযোগও থাকবে। 

7/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

তুলা রাশি একেবারে শীর্ষে অবস্থান করবে এই বছরে। একটা জীবন-পরিবর্তনকারী ভ্রমণে অংশ নেবেন আপনি। নেতৃত্বে পা গলাবেন। নেপচুন ও শনির মিলিত প্রভাবে আপনার প্রেম-সম্পর্ক তুঙ্গে থাকবে। 

8/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

এঁরা এঁদের কাজ এবং ব্যক্তিগত সুখ-সমৃদ্ধি ইত্যাদির উদ্দেশ্য বছর জুড়ে নানা দিকে জার্নি করবেন। নানা নতুন অনুভূতিও হবে এঁদের। বৃহস্পতির জেরে এঁদের প্রেমজীবনে ঢুকে পড়বে কামজ তৃষ্ণা। 

9/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

২০২৫ সালে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবেন এঁরা। সৃজনশীলতার ক্ষেত্রে এঁরা অনেক দূর এগিয়ে যাবেন। বৃহস্পতি গ্রহের আশীর্বাদে এঁদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। প্রেমের ক্ষেত্রে এগিয়ে যাবেন। 

10/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

মকর রাশিরা স্বভাবতই একটু জনপ্রিয় হন। এ বছরটিও এঁদের তেমনই থাকবে। বৃহস্পতি এঁদের প্রভূত ভাবে সাহায্য করবে। মঙ্গল এঁদের প্রেমকে সজীব করবে।

11/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

প্লুটোর প্রভাবে এঁদের দারুণ যাবে সারা বছর। বৃহস্পতি এঁদেরকে ভর করলে এঁদের দৈনন্দিন জীবন বদলে যাবে। প্রেমের জন্য দ্বার প্রসারিত হবে।

12/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

বছরটি আপনার জন্য দারুণ হতে চলেছে। বছরের কোনও একটা সময়ের পরই জীবন ঘুরে যাবে। শনি ও নেপচুনের প্রভাবে এদের ভাগ্য খুলে যাবে। অর্থপ্রাপ্তি ইত্যাদি ঘটবে।   (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)