সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

Feb 26, 2019, 13:08 PM IST
1/8

মিরাজ ২০০০

সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

কারগিল যুদ্ধ জিততে যে ফাইটারজেট ব্যবহার করা হয়েছিল, সেই মিরাজ-২০০০ এর উপর আবার ভরসা করল ভারতীয় বায়ুসেনা।

2/8

মিরাজ ২০০০

সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

ভারতীয় বায়ুসেনার কাছে সুখোই, মিগ, তেজসের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান থাকতেও ফ্রান্সের দাঁসো সংস্থার এই ফাইটার জেটের উপর কেন ভরসা রাখা হল?

3/8

মিরাজ ২০০০

সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

১৯৮৫ সালে ভারতীয় বায়ুসেনায় যুক্ত এই যুদ্ধবিমান। এখনও পর্যন্ত একেই সবচেয়ে ভয়ঙ্কর বলে মান্যতা দেওয়া হয় বায়ুসেনার তরফে।

4/8

মিরাজ ২০০০

সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

এই যুদ্ধবিমানকে ভারতীয় বায়ুসেনার তরফে নাম দেওয়া হয়েছিল বজ্র।

5/8

মিরাজ ২০০০

সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

প্রথমে ৪০টি মিরাজ কিনেছিল ভারত। পরে কেনা হয় আরও ১০টি। ২০১১ সালে এই যুদ্ধবিমানকে আরও অত্যাধুনিক করতে চুক্তিও হয় দাঁসোর সঙ্গে।

6/8

মিরাজ ২০০০

সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

মিরাজ সাধারণত এক পাইলটের হয়। কিন্তু প্রয়োজনে এটাকে দুজনকে নিয়ে উড়তে পারে। এর গতিবেগ ঘণ্টায় ২৩৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টা।

7/8

মিরাজ ২০০০

সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

এর ওজন অন্য যুদ্ধবিমানের থেকে অনেকটা বেশি। তাই মিরাজের সাহায্যে দ্রুত অভিযান করা যায়।

8/8

মিরাজ ২০০০

সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

এই যুদ্ধবিমান লেজার গাইডেড বোমা ফেলতে সক্ষম। সেই কারণেই সবাইকে পিছনে ফেলে এবারও বায়ুসেনার ভরসা হয়ে উঠল মিরাজ।