Covid-19: করোনা আক্রান্ত রোগীরা কেন স্বাদ-গন্ধ পান না? কারণ জানালেন বিশেষজ্ঞরা

কী বলছে নয়া পরীক্ষা?

Jan 19, 2022, 14:17 PM IST
1/6

স্বাদ-গন্ধ চলে যাওয়া

lost Smell And Taste

নিজস্ব প্রতিবেদন: ভারতে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। জ্বর, গলা-মাথা ব্যথার, কাশির পাশাপাশি করোনা রোগীদের মধ্যে একটা সাধারণ লক্ষণ হল স্বাদ-গন্ধ চলে যাওয়া। কিন্তু কেন এমনটা হয়? এবার সেই কারণ বের করলেন বিশেষজ্ঞরা।

2/6

স্বাদ-গন্ধ চলে যাওয়ার পিছনে কী জেনেটিক বিপদ?

Genetic Risk

Nature Genetics নামে একটি সায়েন্স জার্নালে প্রকাশিত খবরে কারণটি ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। করোনা রোগীদের স্বাদ-গন্ধ চলে যাওয়ার পিছনে যে জেনেটিক বিপদ অপেক্ষা করছে, তাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

3/6

কেন গন্ধ চলে যায়?

Why smell gone?

জানা গিয়েছে, নাকের ভিতরে  Olfactory Epithelium নামে একটা টিসু থাকে। সেই টিসুর ভিতরে থাকা কোষ কোনও ভাবে সংক্রামিত হলে বা ক্ষতিগ্রস্থ হলে এর প্রভাব মানুষের ঘ্রাণশক্তির উপর পড়তে পারে। তবে সবক্ষেত্রে যে তেমনটা হবে, তা নয়।

4/6

কী মিলল সমীক্ষায়?

Survey Reports

আমেরিকা এবং ব্রিটেনের প্রায় ৭০ হাজার মানুষের উপর সমীক্ষা চালায় 23andMe নামে একটি সংস্থা। যাঁদের মধ্যে ৬৮ শতাংশ মানুষ জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তাঁরা স্বাদ-গন্ধ হারিয়েছিলেন। 

5/6

স্বাদ-গন্ধ হারানোর জন্য দায়ী কে?

Taste and smell gone

বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বাদ-গন্ধ হারিয়ে ফেলার যাওয়ার পিছনে মূলত দায়ী দুটি জিন- UGT2A1 এবং UGT2A2। যদিও কীভাবে সেটা হয়, তা এখনও জানা যায়নি। 

6/6

আগামিদিনে যথেষ্ট সাহায্য করবে...

Helps

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পরীক্ষা থেকে পাওয়া এই ধারণা ডাক্তারদের আগামিদিনে যথেষ্ট সাহায্য করবে।