Tsunami hits Tonga: '৫০০ পরমাণু বোমা ফাটল যেন! আছড়ে পড়ল ৫০ ফুট উঁচু ঢেউ,' সুনামিতে লন্ডভন্ড টোঙ্গা

Jan 19, 2022, 11:01 AM IST
1/5

'৫০০ পরমাণু বোমা'

500 nuclear bomb

নিজস্ব প্রতিবেদন : 'মনে হচ্ছে যেন ৫০০ পরমাণু বোমা ফেটেছে যেন!' সমুদ্রের নীচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে বিশাল সুনামি আছড়ে পড়েছে টোঙ্গাতে। প্রায় ৫০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে।

2/5

'৫০ ফুট উঁচু ঢেউ'

50 feet high tide

সুনামির জেরে বিধ্বস্ত টোঙ্গা। লন্ডভন্ড দশা। চারদিকে ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট। যেন কোনও রোলার কোস্টার সব পিষে দিয়ে চলে গিয়েছে! সবকিছু নুড়ি পাথরে পরিণত হয়েছে! 

3/5

সুনামি বিধ্বস্ত টোঙ্গা

Tsunami Hits Tonga

সুনামির জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসংখ্য বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। নাসা জানিয়েছে, হিরোশিমাতে যে পরমাণু বোমা ফেটেছিল, তার ৫০০ গুণ বেশি শক্তিশালী এই অগ্ন্যুৎপাত।

4/5

১০০ বছরের ইতিহাসে প্রথম!

Tonga Volcanic Eruption

বিজ্ঞানীরা বলছেন, গত ১০০ বছরে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণের জেরে বিস্ফোরণের এত সজোরে আওয়াজ শোনা যায়নি। ১০০০ কিলোমিটার দূরে আলাস্কা থেকেও শোনা গিয়েছে এই আওয়াজ। 

5/5

সমুদ্রগর্ভে লাভা উদগীরণ

Tonga Tsunami

শনিবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সমুদ্রগর্ভে নিমজ্জিত 'হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই' আগ্নেয়গিরি থেকে।