বিশ্বকাপ সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলবে ভারত! দেখে নিন পয়েন্ট টেবিলের অঙ্ক কী বলছে

Jul 04, 2019, 16:23 PM IST
1/5

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

বিশ্বকাপ সেমিফাইনালে কোন চার দল খেলবে তা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। এই চারটি দলের মধ্যে একমাত্র ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড গ্রুপের সব ম্যাচ খেলে ফেলেছে। ভারত ও অস্ট্রেলিয়ার একটি করে ম্যাচ এখনও বাকি। নিজেদের নবম ম্যাচে ভারতীয় দল খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 

2/5

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া এই মুহূর্তে রয়েছে এক নম্বরে। ভারত দুইয়ে। একটি করে ম্যাচ খেলার পর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কে এক নম্বরে থাকবে তা ঠিক হবে। 

3/5

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

নিয়ম অনুযায়ী, টেবিলের এক নম্বর দল প্রথম সেমিফাইনালে খেলবে চার নম্বর দলের বিরুদ্ধে। দুই ও তিন নম্বর দল একে অপরের বিরুদ্ধে খেলবে দ্বিতীয় সেমিফাইনালে। কিন্তু এখনো পর্যন্ত টেবিলের তিন ও চার নম্বর দলের জায়গা নির্ধারিত হয়েছে। এক ও দুই নম্বর পজিশন-এ কে থাকবে তা নির্ধারিত হবে ভারত ও অস্ট্রেলিয়া শেষ ম্যাচ খেলার পর। 

4/5

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

ভারত যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতে এবং দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়া হেরে যায় তা হলে কোহলিরা ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকবেন। সেক্ষেত্রে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চলে আসবে অজিরা। অর্থাত্, সেমিতে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ হবে। ভারত খেলবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। 

5/5

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত!

শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি ভারতীয় দল হেরে যায় তা হলে কোহলিরা থাকবেন দুইয়ে। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া হারুক বা জিতুক, পয়েন্ট টেবিলে কোনও প্রভাব পড়বে না। সেক্ষেত্রে সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে কোহলিদের।